এক্সপ্লোর
Advertisement
জম্মুতে সরকারি মদতে কাশ্মীরী মুসলিম 'নিধনযজ্ঞ' চালাচ্ছে হিন্দু 'সন্ত্রাসবাদীরা', দাবি পাকিস্তানের
ইসলামাবাদ: কাশ্মীরের 'আত্মনিয়ন্ত্রণের দাবি'র সমর্থনে সবসময় সোচ্চার। সুযোগ পেলেই সেখানে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে 'দমনপীড়নে'র অভিযোগ তুলে আন্তর্জাতিক মঞ্চে গলা ফাটায় পাকিস্তান। এবার পাকিস্তানের দাবি, জম্মু থেকে কাশ্মীরী মুসলিমদের 'নিশ্চিহ্ন করে দেওয়ার' অভিযান চালাচ্ছে হিন্দু 'সন্ত্রাসবাদীরা'। তাদের পিছনে সরকারি মদত রয়েছে। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়ার বিবৃতিতে বলা হয়েছে, বহু কাশ্মীরীকে সাজানো সংঘর্ষে, বাড়ি বাড়ি হানা দিয়ে, জেলে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। লাগাতার কাশ্মীরীদের হত্যার নিন্দা করছি আমরা।
সেইসঙ্গে তিনি বলেছেন, জম্মু অঞ্চলে কাশ্মীরীদের অস্তিত্ব মুছে ফেলতে হত্যাকাণ্ড চালাচ্ছে হিন্দু সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি, সশস্ত্র গ্রামরক্ষী কমিটি। ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই কাশ্মীরে সরকারি প্রশাসনের যাবতীয় সমর্থন, মদত পাচ্ছে হিন্দু সন্ত্রাসবাদীরা। প্ল্যানমাফিক অসংখ্য কাশ্মীরী মুসলিম পরিবারকে এলাকাছাড়া করা হচ্ছে।
'ব্যাপক হারে কাশ্মীরীদের মানবাধিকার লঙ্ঘনের' ব্যাপারে গোটা দুনিয়াকে পাকিস্তান নিয়মিত অবহিত করে চলেছে বলে জানান জাকারিয়া। বলেন, দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনিও সম্মেলনের ফাঁকে বিভিন্ন রাষ্ট্রনেতাদের কাছে ভারতীয় বাহিনীর হাতে কাশ্মীরীদের 'মানবাধিকার লাঞ্ছিত হওয়ার' বিষয়টি তুলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement