এক্সপ্লোর
পাকিস্তানে সিন্ধে ছাত্রীবাসে হিন্দু ছাত্রীর রহস্যমৃত্যু, সন্দেহ খুন, করাচির রাস্তায় প্রতিবাদ
এই ঘটনার ঠিক একদিন আগে এক হিন্দু স্কুল অধ্যক্ষের ‘ধর্মনিন্দাসূচক মন্তব্য’কে ঘিরে এলাকায় তীব্র গোলযোগ বাঁধে। ঘোটকি অঞ্চলে মন্দির সহ একাধিক জায়গায় ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

নয়াদিল্লি: পাকিস্তানের সিন্ধে লারকানায় ছাত্রীবাসে এক হিন্দু তরুণীর রহস্যমৃত্যুর ঘটনা ঘিরে পথে নামল আমজনতা। প্রাথমিক তদন্তে অনুমান, খুন হয়েছেন ওই যুবতী। গলায় একটি কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর দেহ। মৃতার নাম নমরিতা চন্দানি। তাঁর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। এই ঘটনা আরও একবার পাক মাটিতে সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলল, দাবি একাংশের। এই ঘটনার ঠিক একদিন আগে এক হিন্দু স্কুল অধ্যক্ষের ‘ধর্মনিন্দাসূচক মন্তব্য’কে ঘিরে এলাকায় তীব্র গোলযোগ বাঁধে। ঘোটকি অঞ্চলে মন্দির সহ একাধিক জায়গায় ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ওই ঘটনার পরপরই ছাত্রীবাসে হিন্দু ছাত্রীর 'খুনের’ ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সংখ্যালঘু হিন্দুদের মধ্যে। মৃতা তরুণী দন্ত চিকিত্সার শেষ বর্ষের ছাত্রী ছিলেন। ওই ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় পাক সরকারের বিরুদ্ধে গলা চড়িয়েছেন বিক্ষোভকারীরা। দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন তাঁরা। সংবাদসংস্থার এক রিপোর্ট অনুসারে,আমেরিকা স্থিত একটি সিন্ধ সংগঠনের হিসাব বলছে, প্রতিবছর পাকিস্তানে প্রায় হাজারের কাছাকাছি ১২ থেকে ২৮ বছরের মেয়েরা অপহৃত হয়। তাঁদের জোর করে ধর্মান্তরিত করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ভারতীয়রাও। শিগগিরিই অপরাধীদের শাস্তির দাবি তুলেছেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















