এক্সপ্লোর
আমেরিকাগামী বিমানে মহিলার শ্লীলতাহানি, আটক ভারতীয়
![আমেরিকাগামী বিমানে মহিলার শ্লীলতাহানি, আটক ভারতীয় Indian Man Detained For Sexual Assault On Flight To Us আমেরিকাগামী বিমানে মহিলার শ্লীলতাহানি, আটক ভারতীয়](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2015/11/29155023/rape.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ওয়াশিংটন: মুম্বই থেকে নেওয়ার্ক যাওয়ার পথে মহিলা যাত্রীর যৌন নিগ্রহের অভিযোগে এক ভারতীয়কে আটক করা হয়েছে। তাঁকে গতকাল নিউ জার্সির একটি আদালতে পেশ করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের জেল ও ২৫০,০০০ মার্কিন ডলার জরিমানা হতে পারে।
অভিযোগ অনুযায়ী, গত ২১ ডিসেম্বর মুম্বই থেকে এয়ার ইন্ডিয়ার নেওয়ার্কগামী বিমানে এই ঘটনা ঘটে। অভিযুক্ত গনেশ পারকার বিসনেজ ক্লাসের যাত্রী ছিলেন। কিন্তু সেখান থেকে ইকোনমি ক্লাসে গিয়ে এক মহিলা যাত্রীর পাশে বসেন। ওই মহিলা ঘুমিয়ে পড়লে বছর ৪০-এর গনেশ তাঁর সঙ্গে অভব্যতা করেন বলে অভিযোগ।
অভিযোগকারিণী গনেশকে চিনতেন না। বিমানে স্বল্প সময়ের জন্য গনেশের সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছিল।
ঘটনার পর গনেশ তাঁর আসনে ফিরে যান। উড়ানের বাকি সময়ে গনেশ নির্যাতিতার কাছে দুটি চিরকুট পাঠিয়ে ‘মুহূর্তের বোকামি’-র জন্য ক্ষমা প্রার্থনা করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)