London News: লন্ডনের ইম্পিরিয়াল কলেজের মুকুটে আরেক পালক, টিমের গর্ব কলকাতার সৌরজিতও
London News: লন্ডনের ইম্পিরিয়াল কলেজে যোগ দেওয়ার আগে ইসরোর ইউ আর রাও স্পেস সেন্টারে একজন মহাকাশ বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন সৌরজিৎ। সেখানে তিনি ২০১৯ সালে চন্দ্রযান-২ মিশনেও কাজ করেন।
লন্ডন: ব্রিটেনের সবথেকে কঠিন টিভি কুইজ শো 'বিবিসি টু' (BBC Two) পাঁচবারের জন্য জিতল লন্ডনের ইম্পিরিয়াল কলেজ (Imperial College London)। এই জয়ের ফলে সর্বকালের সেরা টিভি কুইজ দলের তকমাও ছিনিয়ে নিল তারা। সম্প্রতি হওয়া ওই প্রতিযোগিতায় ইম্পিরিয়াল কলেজের জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান রাখলেন কলকাতার পড়ুয়া সৌরজিৎ দেবনাথ (Sourajit Debnath)। চার জনের দলে থাকা ৩১ বছরের সৌরজিৎ ইম্পিরিয়াল কলেজে যোগ দিয়েছেন আর্থ সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাপ্লাইড কম্পিউটেশনাল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিগ্রি করার জন্য। সেই পড়াশোনার ফাঁকেই নিজের কলেজকে ব্রিটেনের সবথেকে শক্ত টিভি কুইজ শো (TV quiz show)-তে জয়ী করার পিছনে সবচেয়ে বড় অবদান রেখে বাংলার পাশাপাশি গোটা ভারতকে গর্বিত করলেন সৌরজিৎ।
এপ্রসঙ্গে তিনি বলেন, "ব্রিটিশ কুইজের ইতিহাসে একটা অংশ হতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত এবং কৃতজ্ঞ যে ইম্পিরিয়ালকে প্রতিনিধিত্ব করতে গিয়ে আমাদের দল এই শিরোপা জেতার সুযোগ পেয়েছে। আমি গর্ব অনুভব করছি অত্যন্ত স্মার্ট টিমমেট সমৃদ্ধ এই দলের সদস্য হতে পেরে।"
ইম্পিরিয়াল কলেজ সূত্রে জানা গেছে, কুইজ শোর ফাইনালে একাধিক কঠিন ও জটিল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ইম্পিরিয়াল কুইজ সোসাইটিকে সম্মানিত করেছেন সৌরজিৎ। সেই সঙ্গে সবথেকে বড় অবদান রেখেছেন এই বছরের জয়ের পিছনে। অঙ্ক, পদার্থবিজ্ঞান, সাধারণ বিজ্ঞানের সঙ্গে সঙ্গে পপ কালচার ও মানবিক বিষয় নিয়ে একাধিক কঠিন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, লন্ডনের ইম্পিরিয়াল কলেজে যোগ দেওয়ার আগে ইসরোর ইউ আর রাও স্পেস সেন্টারে একজন মহাকাশ বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন সৌরজিৎ। সেখানে তিনি ২০১৯ সালে চন্দ্রযান-২ মিশন সহ একাধিক মহাকাশযান সংক্রান্ত মিশনেও কাজ করেন।
বিবিসি টু নামে ব্রিটেনের সবথেকে কঠিন ওই টিভি কুইজ শোতে দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যোগ দেন। আর অত্যন্ত জনপ্রিয় এই কুইজ শোটি উপস্থাপনা করেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক অমল রঞ্জন। ইম্পিরিয়াল কলেজের এই জয়কে অত্যন্ত উল্লেখযোগ্য বলে মন্তব্য করেছেন তিনিও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।