এক্সপ্লোর
Advertisement
সপ্তাহে দুদিন স্নান, কোনও খাবার নয়, পরিচারিকার ওপর অমানবিক অত্যাচারের অভিযোগে জেল দম্পতির
সিঙ্গাপুর: বাড়ির পরিচারিকার ওপর অমানবিক অত্যাচারের দায়ে জেল হল সিঙ্গাপুরের এক দম্পতির। দম্পতির বিরুদ্ধে অভিযোগ, তাঁরা তাঁদের বাড়ির পরিচারিকাকে দিনের পর দিন খেতে দিতেন না। তারপর তাঁকে সপ্তাহে মাত্র দুদিন স্নান করতে দিতেন। দীর্ঘদিনের এই অত্যাচারের ফলে ওই পরিচারিকার ওজন মারাত্মক কমে ২৯ কেজি হয়ে যায়। এই ঘটনাকে 'জঘন্য' আখ্যা দিয়ে আপাতত ওই দম্পতিকে জেলে পাঠিয়েছেন বিচারক। তবে অভিযুক্ত দম্পতির আরও কঠিন সাজা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে।
পেশায় ব্যবসায়ী লিম চুন হংকে তিন সপ্তাহের জন্যে কারাদণ্ডে দণ্ডিত করেছেন বিচারক। এছাড়া তাঁকে সিঙ্গাপুর ডলারে দশ হাজার ডলার জরিমানা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী চং সুই ফুনকে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। গতবছরই দম্পতির বিরুদ্ধে নিয়োগ আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। সেখানে দেখা গিয়েছিল তাঁরা তাঁদের বাড়িতে কর্মরত পরিচারিকাকে পর্যাপ্ত খাবার দিচ্ছেন না।
এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে বর্ণনা করে সরকার পক্ষের আইনজীবী অভিযুক্তদের ১২ মাসের কারাদণ্ডের দাবি তুলেছেন। ওই দম্পতির বাড়িতে টানা পনেরো মাস কাজ করেছিলেন ওই পরিচারিকা। পরে ২০১৪ সালের এপ্রিলে ওই দম্পতির বাড়ি থেকে পালিয়ে যান ওই পরিচারিকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement