এক্সপ্লোর
Advertisement
গাড়ির ধাক্কায় মৃত মোটরবাইক আরোহী: দেশত্যাগ রুখতে শীর্ষ মার্কিন কর্তাকে 'কালো তালিকা'ভুক্ত করল পাকিস্তান
ইসলামাবাদ: মার্কিন ডিফেন্স ও এয়ার অ্যাটাশে জোসেফ ইম্যানুয়েল হলকে 'কালো তালিকাভুক্ত' করল পাকিস্তান। গত মাসে ইসলামাবাদে লাল সঙ্কেত অগ্রাহ্য করে তাঁর ল্যান্ড রোভার গাড়ি এক মোটরবাইকে ধাক্কা মারে। তিনিই সেটি চালাচ্ছিলেন। বাইকের এক সওয়ারি প্রাণ হারান, জখম হন অন্যজন। এ ব্যাপারে তিনি যাতে পাকিস্তান ছেড়ে চলে যেতে না পারেন, সেজন্যই এই পদক্ষেপ ইসলামাবাদের।
নিহত ব্যক্তির পরিবার ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছে, কূটনৈতিক ছাড়পত্রের সুবিধা নিয়ে ওই মার্কিন কর্তাকে পাকিস্তান ছেড়ে চলে যাওয়া থেকে আটকাতে হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজা খালিদ মেহমুদ আদালতকে শুনানির সময় জানান, পাক অভ্যন্তরীণ মন্ত্রক তাঁর নাম কালো তালিকায় ঢুকিয়েছে যাতে তিনি পাকিস্তান ছাড়তে না পারেন।
এর আগে আদালত সরকারের কাছে জানতে চায়, কেন মার্কিন কর্তার নাম এক্সিট কন্ট্রোল তালিকায় রাখা হয়নি, যাতে কোনও ব্যক্তির দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা থাকে। মেহমুদ জানান, ওই তালিকায় কারও নাম ঢোকানো এক দীর্ঘ আইনি প্রক্রিয়া, সেজন্য অভ্যন্তরীণ সচিবকে ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি কারও নাম কালো তালিকায় রেখে তার দেশত্যাগ আটকে দিতে পারেন। এক্সিট কন্ট্রোল লিস্ট ও কালো তালিকা একই উদ্দেশ্য পূরণ করে বলে জানান তিনি। মেহমুদ এও জানান, ভিয়েনা কনভেনশনের আওতায় এহেন অভিযুক্তকে গ্রেফতার বা বিচার করা যায় না, তবে তদন্ত করা যায়।
হলের বিষয়টি নিয়ে পাকিস্তান, আমেরিকার মধ্যে টানাপড়েন চলছে। গতকালই মার্কিন বিদেশ দপ্তরের জনৈক কর্তা ইসলামাবাদ সফরে এলে তাঁকে বলা হয়, হলের কূটনৈতিক অব্যাহতি প্রত্যাহার করে নেওয়া হোক যাতে তাঁর বিচার করা সম্ভব হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement