বিশ্বের ১০০ 'প্রভাবশালী ব্যক্তির' তালিকায় মোদী, পেটিএম প্রতিষ্ঠাতা
নিউইয়র্ক: একটি মার্কিন পত্রিকার প্রকাশিত বিশ্বের সবচেয়ে ১০০ 'প্রভাবশালী ব্যক্তির' তালিকায় ঠাঁই পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পেটিএম প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা।
তালিকায় বিশ্বের তাবড় তাবড় দিকপাল, শিল্পী, নেতা ও আইকনরা জায়গা পেয়েছেন। পত্রিকার তরফে বলা হয়েছে, উদ্ভাবনী শক্তি, লক্ষ্যের উচ্চতা, সমস্যা সমাধানে তাঁদের প্রখরতা – এসবই বিচার করে এই তালিকা তৈরি করা হয়েছে।
পত্রিকার এই সংস্করণে মোদীর সম্পর্কে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, একটা সময় ছিল, যখন মুসলিম-বিরোধী ভাবমূর্তির জন্য মার্কিন মুলুকে নিষিদ্ধ ছিলেন মোদী। এমনকী, নিজের দেশেও তাঁকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে।
তবে, মোদী চিরাচরিত সংবাদমাধ্যমকে পাশ কাটিয়ে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে জনমানসের কাছে পৌঁছে গিয়েছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বজুড়ে এলিটদের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, উত্তরপ্রদেশে মোদীর দলের বিপুল জয় তারই প্রকৃত উদাহরণ।
প্রসঙ্গত, ভারতীয়দের মধ্যে কেবল মোদী এবং বিজয় এই তালিকায় ঠাঁই পেয়েছেন। এছাড়া, তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।