ভারতের পাকিস্তান আক্রমণের সম্ভাবনা বাড়ছে, আশঙ্কা ইমরানের, হুঁশিয়ারি, ‘যোগ্য জবাব দেব’
একাধিক ট্যুইটে মোদি সরকারকে বিঁধলেন ইমরান খান।
![ভারতের পাকিস্তান আক্রমণের সম্ভাবনা বাড়ছে, আশঙ্কা ইমরানের, হুঁশিয়ারি, ‘যোগ্য জবাব দেব’ Threat to Pakistan from India increasing, says Imran Khan ভারতের পাকিস্তান আক্রমণের সম্ভাবনা বাড়ছে, আশঙ্কা ইমরানের, হুঁশিয়ারি, ‘যোগ্য জবাব দেব’](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/12/22195750/Imran-Khan.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: নাগরিক আইনের প্রতিবাদে উত্তাল দেশ। এই পরিস্থিতিতে দেশবাসীর নজর ঘোরাতে পাকিস্তান আক্রমণ করতে পারে ভারত, এমনই আশঙ্কা প্রকাশ করছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
শনিবার ইমরান বলেন, নাগরিক আইনের প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ, আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে নজর ঘোরাতে পাকিস্তান আক্রমণ করতে পারে ভারত। সেই আশঙ্কা আরও জোরাল হচ্ছে। এখানেই শেষ নয়। ভারত যদি এমন কিছু করে তাহলে যোগ্য জবাব দেবে ইসলামাবাদ, রীতিমতো এমনই হুঁশিয়ারি দিয়েছেন ইমরান। একাধিক ট্যুইটে মোদি সরকারকে বিঁধে ইমরানের বক্তব্য, “ঘরোয়া বিশৃঙ্খলা থেকে নজর ঘোরাতে ভারত হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং যুদ্ধের জিগির তোলার চেষ্টা করলে আমাদের তরফে তার যোগ্য প্রত্যুত্তর দেওয়া ছাড়া কোনও উপায় থাকবে না।”
প্রসঙ্গত, দেশের এই উত্তাল পরিস্থিতিতে সেনাপ্রধান বিপিন রাওয়াত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চলে শান্তি শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার রাওয়াত বলেন, যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে ভারতীয় সেনা প্রস্তুত। এই বক্তব্যের ৭২ ঘণ্টার মধ্যেই পাল্টা ট্যুইট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)