মোদীর সঙ্গে বৈঠক মার্কিন প্রতিরক্ষাসচিব, বিদেশসচিবের, আমেরিকার থেকে ২২টি প্রিডেটর ড্রোন কিনছে ভারত
ওয়াশিংটন: সোমবার সন্ধ্যায় (মার্কিন সময়) ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস। শুধু মার্কিন প্রতিরক্ষাসচিব নয়। এদিন মোদীর সঙ্গে একপ্রস্থ বৈঠক সারেন মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসন-ও। সূত্রের খবর, উভয় বৈঠকেই সন্ত্রাসবাদ গুরুত্ব পেয়েছে। পাশাপাশি, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। ম্যাটিসের সঙ্গে বৈঠকের কিছুক্ষণের মধ্যেই কাশ্মীরি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন নেতা সঈদ সালাউদ্দিনকে বিশ্ব-জঙ্গি হিসেবে ঘোষণা করে মার্কিন প্রশাসন। এই দুই বৈঠককেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে কূটনৈতিক মহল। যে উইলওয়ার্ড কন্টিনেন্টাল হোটেলে মোদী রয়েছেন, সেখানেই গিয়েই আলোচনা সারেন ম্যাটিস ও টিলারসন। বৈঠকে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও।
এদিনই ভারতকে ২২টি প্রিডেটর গার্ডিয়ান ড্রোন বিক্রি করার সবুজ সঙ্কেত দিয়েছে মার্কিন প্রশাসন। এই প্রেক্ষিতে মোদীর সঙ্গে ম্যাটিসের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত কূটনৈতিক মহলের একাংশের। সোমবার সন্ধ্যায় (ভারতীয় সময় সোমবার রাত দেড়টা) হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদী সাক্ষাৎ। তার ঠিক আগে ভারতকে অত্যাধুনিক ড্রোন বিক্রিতে ছাড়পত্র দেয় মার্কিন প্রশাসন। এদিন ভারতকে ২২টি প্রিডেটর গার্ডিয়ান ড্রোন বিক্রি করার সবুজ সঙ্কেত দিয়েছে ওয়াশিংটন।
কী এই ‘প্রিডেটর গার্ডিয়ান ড্রোন’? আদতে আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকল (ইউসিএভি) ঘরানার এই ড্রোন পরিচিত ‘এমকিউ-৯ রিপার’ নামে। ৫০ হাজার ফুট উচ্চতায় ২৭ ঘণ্টা ধরে একটানা ওড়ার ক্ষমতা রয়েছে এই ড্রোনের। সর্বোচ্চ বহন ক্ষমতা ১,৭৪৬ কিলোগ্রাম। আমেরিকা ছাড়া ইতালি, ফ্রান্স ও স্পেনের বিমানবাহিনী এই গার্ডিয়ান প্রিডেটর ড্রোণ ব্যবহার করে। এই ড্রোনের মাধ্যমে ভারতের প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার উপকূল রেখা বরাবর নজরদারি চালাতে পারবে উপকূলরক্ষী বাহিনী। ‘ন্যাটো’-র বাইরে থাকা কোনও দেশের সঙ্গে প্রথম এ ধরনের চুক্তি করল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২-৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই ২২টি ড্রোন হাতে পাবে ভারত।