এক্সপ্লোর
Advertisement
বিয়ে করেছেন বাবার ৯১ বছর বয়সি কাকিমাকে, মৃত স্ত্রীর পেনশনের দাবিতে আইনি লড়াই তরুণের
নয়াদিল্লি: আর্জেন্তিনার ২৩ বছরের তরুণ মরিসিও ওসোলা বিয়ে করেন ৯১ বছরের ইয়োলান্ডা টরেসকে। তিনি আবার পর নন, নিজের বাবার খুড়িমা। কিন্তু মুশকিলে পড়ে গিয়েছেন মরিসিও। খুড়িমা ওরফে স্ত্রী বিয়ের ২৪ দিনের মাথায় হানিমুন চলাকালীন মারা গিয়েছেন, তাঁর পেনশন নিজের নামে করতে স্বামী প্রবরকে হিমশিম খেতে হচ্ছে।
মরিসিওর দাবি, খুড়িমার শেষ ইচ্ছে ছিল তাঁকে অর্থাৎ দেওরের ছেলেকে বিয়ে করা। তাই ২০১৫-য় তাঁরা বিয়ে করেন। ২৪ দিন পর সেপসিসে ভুগে ইয়োলান্ডার মৃত্যু হয়। এবার মরিসিও চান, বুড়ির পেনশন আসুক তাঁর নামে। কিন্তু রাজি নয় আর্জেন্তিনা সরকার। কারণ মরিসিওর প্রতিবেশীরা বলছেন, এই বিয়ের কোনও খবর তাঁদের কাছে নেই।
মরিসিও এখন আবেদন করেছেন সে দেশের সুপ্রিম কোর্টে। তাঁর দাবি, ইয়োলান্ডার প্রতি তাঁর ভালবাসা পবিত্র, তাঁকে হারানোর দুঃখও সারা জীবন থাকবে সঙ্গে। কিন্তু সমস্ত কাগজপত্র ও আইনি নথি সহযোগে পেনশনের দরখাস্ত করেছেন তিনি, তাহলে কেন তা পাচ্ছেন না!
মরিসিও আইনের ছাত্র। তাঁর দাবি, ইয়োলান্ডারও ইচ্ছে ছিল, তিনি পড়াশোনা শেষ করেন। তিনি নাকি তাঁকে বলতেন, তুমি আমার যত্ন কর, ডাক্তারের কাছে নিয়ে যাও, সব সময় পাশে থাক, তাই আমিও তোমায় সাহায্য করব।
কিন্তু আদালত এ সব কথা শুনলে তো!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement