Viral News: অর্ধশতক আগে 'উধাও', তামিলনাড়ু পুলিশের তৎপরতায় খোঁজ চোল আমলের মহার্ঘ দেবীমূর্তির
Idol found: অর্ধশতক পেরিয়ে খোঁজ মিলল মহার্ঘ দেবী মূর্তির। কিন্তু তামিলনাড়ুর কুম্বাকোনামের মন্দির থেকে সে নিউ ইয়র্কের নিলাম সংস্থায় পৌঁছল কী ভাবে?
নিউ ইয়র্ক: অর্ধশতক (half century) পেরিয়ে খোঁজ মিলল মহার্ঘ (antique) দেবী (goddess) মূর্তির (idol)। কিন্তু তামিলনাড়ুর (tamil nadu) কুম্বাকোনামের মন্দির (temple) থেকে সে নিউ ইয়র্কের (new york) নিলাম সংস্থায় (auction house) পৌঁছল কী ভাবে? দেবী মূর্তি উদ্ধারের পর এখন সেই রহস্যই ভাবাচ্ছে তামিলনাড়ুর পুলিশের সিআইডি-র মূর্তি বিভাগকে। ধাঁধা মনে হচ্ছে তো? তা হলে একটু খোলসা করা যাক।
মূর্তি-রহস্য...
আজ থেকে প্রায় ৫০ বছর আগে কুম্বাকোনামের নন্দপুরেশ্বর শিবন মন্দির থেকে উধাও হয়েছিল দেবী পার্বতীর একটি মূর্তি। ১৯৭১ সালে স্থানীয় পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ জমা পড়ে। সাড়ে তিন বছর আগে, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে কে বাসু নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এফআইআর-ও রুজু হয়। কিন্তু খোঁজ মেলেনি দেবীমূর্তির। নিকেলের তৈরি মূর্তিটি শুধু মহার্ঘ-ই নয়, ঐতিহাসিক দিক থেকেও তার অপরিসীম গুরুত্ব রয়েছে। ইতিহাসবিদদের মতে, এটি চোল আমলের তৈরি। সব মিলিয়ে পুলিশের উপর কিছুটা চাপ ছিল। তবে মূর্তি অনুসন্ধান বিভাগের ইনস্পেক্টর এম চিত্রা খোঁজখবর শুরু করলে কাজে গতি আসে।
কী ভাবে খোঁজ?
অর্ধশতক পুরনো মূর্তির খোঁজে কী ভাবে এগোল সিআইডি আইডল উইং? এই জন্য ইন্টারনেটের সাহায্য নিয়েছে তারা। কোথায় কোন কোন জাদুঘর ও নিলাম সংস্থার দফতরে চোল আমলে তৈরি দেবী পার্বতীর মূর্তি রয়েছে, সে ব্যাপারে নেটেই খোঁজখবর নিতে থাকেন ওই ইনস্পেক্টর। আর ঠিক তখনই ইউরেকা! 'নিউ ইয়র্কের বনহ্যামস অকশন হাউস'-এ দেখা মেলে ঐতিহাসিক নিদর্শনের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বারোশো শতকের ওই মূর্তিটির উচ্চতা ৫২ সেন্টিমিটার। এই মুহূর্তে তার দাম অন্তত ১ কোটি ৬৮ লক্ষ টাকা। মূর্তিটির বেশ কয়েকটি ছবি ট্যুইট করেন তামিলনাড়ু পুলিশের কর্তা জয়ন্ত মুরলী। এই ঘোষণার পর থেকে তুমুল হইচই সোশ্যাল মিডিয়ায়।
এই রূপে সম্মুখে...
দক্ষিণ ভারতে দেবী পার্বতী বা উমার মূর্তি সাধারণত দণ্ডায়মান অবস্থায় দেখা যায়। মাথায় মুকুট। সর্বাঙ্গে অলংকার। মুকুটের নকশাই বাকি অলংকারে ব্যবহৃত হয়। যে মূর্তিটির খোঁজ পাওয়া গিয়েছে, তিনি ত্রিভঙ্গ মুদ্রায় দণ্ডায়মান। তামিলনাড়ু পুলিশের ডিজি জানিয়েছেন,উধাও হওয়া ভাস্কর্য ফিরিয়ে আনতে সিআইডি-র মূর্তি বিভাগ প্রয়োজনীয় নথিপত্র তৈরিও করে ফেলেছে।
অর্থাৎ ঘরের মেয়ের ঘরে ফেরা এখন স্রেফ সময়ের অপেক্ষা!
আরও পড়ুন:নিম্নচাপে বৃষ্টি বাড়বে বাঁকুড়ায়, আজ কেমন থাকবে আবহাওয়া?