Harsha Richhariya: ইনফ্লুয়েন্সার থেকে সাধ্বী ! কুম্ভমেলায় 'ভাইরাল' এই মহিলা; চেনেন হর্ষ রিচারিয়াকে ?
Mahakumbh 2025: প্রয়াগরাজ থেকে হর্ষ রিচারিয়া বেশ কিছু ভিডিয়ো প্রকাশ করেছেন তাঁর সমাজমাধ্যমে। ইনস্টাগ্রামে দেখা যায় তিনি ভারতের বেশ কিছু আধ্যাত্মিক স্থানে গিয়ে প্রার্থনা করছেন।

Kumbh Mela 2025: কুম্ভমেলায় নজর কেড়েছেন এই সুন্দরী মহিলা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সাধ্বীর বেশে তাঁর ছবি এখন সমাজমাধ্যমে ভাইরাল। আর তাঁর পুরনো বেশ কিছু ছবিও একাধারে প্রকাশ্যে এসেছে আর তা নিয়েই নেটিজেনরা কটাক্ষ (Harsha Richhariya) করতে বাদ দেননি এই মহিলাকে। কে তিনি ? জানা গিয়েছে আদপে তাঁর নাম হর্ষ রিচারিয়া। তিনি একজন সমাজমাধ্যমের ইনফ্লুয়েন্সার। পেশাগতভাবে তিনি সঞ্চালনার কাজও করেন। সমাজমাধ্যমে (Kumbh Mela 2025) এমনিতেই তাঁর প্রচুর অনুরাগী রয়েছেন আর এবার কুম্ভমেলায় তাঁর ছবি দেখে অনুরাগীর সংখ্যা বেড়ে পৌঁছেছে ১০ লক্ষে।
হর্ষ রিচারিয়ার বয়স ৩০ বছর। প্রয়াগরাজ থেকে তিনি বেশ কিছু ভিডিয়ো প্রকাশ করেছেন তাঁর সমাজমাধ্যমে। ইনস্টাগ্রামে তাঁর সাম্প্রতিক ছবি বা ভিডিয়োতে দেখা যায় তিনি ভারতের বেশ কিছু আধ্যাত্মিক স্থানে গিয়ে প্রার্থনা করছেন, বহু আধ্যাত্মিক গুরুর সান্নিধ্যেও এসেছেন তিনি। উত্তরাখণ্ডের এই ইনফ্লুয়েন্সার জানিয়েছেন যে আজ থেকে ২ বছর আগেই তিনি অধ্যাত্মের পথ বেছে নিয়েছেন। একটি ভাইরাল ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'আমার এই নতুন পরিচয়কে স্বীকার করে নেওয়ার জন্য আমাকে সবকিছু ছাড়তে হয়েছে।'
হর্ষ রিচারিয়া জানিয়েছেন যে তিনি আচার্য মহামণ্ডলেশ্বরের শিষ্যা, আর তাঁর ইনস্টাগ্রামে তিনি নিজের পরিচয় দিয়েছেন একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা ইনফ্লুয়েন্সার এবং একজন হিন্দু সনাতন সিংহী হিসেবে। গত বছরের একটি ভিডিয়ো একইসঙ্গে ভাইরাল হয়েছে। আর জি কর কাণ্ডের প্রতিবাদে তাঁকে সেই ভিডিয়োতে মোমবাতি মিছিলে হাঁটতেও দেখা গিয়েছে। প্রয়াগরাজে অধ্যাত্মগুরু ব্যাসানন্দ গিরি মহারাজের অভ্যর্ত্থনা জানানোর জন্য অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী লরেন্স পাওয়েল জোবসের সঙ্গেই দেখা গিয়েছে এই হর্ষ রিচারিয়াকে। তাঁর এখন ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা প্রায় ১০ লক্ষ। হর্ষ রিচারিয়া জানিয়েছেন, সনাতন ধর্মানুসারীদের মধ্যে অন্যতম অনুপ্রেরণা হয়ে উঠতে চান তিনি।
কুম্ভমেলা সারা বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ। প্রতি ১২ বছর অন্তর ভারতের চার স্থানের মধ্যে একট স্থানে এই কুম্ভমেলা আয়োজিত হয়। এই বছর কুম্ভমেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিন নদীর মিলনস্থল এই প্রয়াগরাজে এই পুণ্যতিথিতে বহু মানুষ আসেন স্নান করার জন্য। এই বছর প্রায় ১.৭ কোটি মানুষ এই অমৃত স্নানে অংশ নিয়েছেন।
আরও পড়ুন: Viral News: গোটা সড়ক জুড়ে ডাইনোসরের পায়ের ছাপ ! হাড় হিম করা ছবি প্রকাশ্যে, কী খুঁজে পেলেন গবেষকরা ?






















