এক্সপ্লোর
Navpancham Rajyog : সাড়ে সাতির খাঁড়া কাটছে, দীপাবলির আগেই আলোর রোশনাই ৩ রাশির জীবনে ; রাজযোগে মিলবে 'রাজা'র কপাল
রাহু ও মঙ্গলের তত্ত্বাবধানে তৈরি নবপঞ্চম রাজযোগ উপকৃত হতে চলেছে কোন কোন রাশি ?

নবপঞ্চম নামক একটি রাজযোগ তৈরি হচ্ছে।
1/10

মঙ্গল কর্কট রাশিতে পাড়ি দিয়েছে। গ্রহের সেনাপতি মঙ্গল ২০ অক্টোবর (মঙ্গল রাশি পরিবর্তন ২০২৪) রাশিচক্র পরিবর্তন করেছে। প্রায় দেড় বছর পর কর্কট রাশিতে গমন মঙ্গলের।
2/10

মঙ্গল কর্কট রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে মীন রাশিতে উপস্থিত রাহুর সঙ্গে নবপঞ্চম নামক একটি রাজযোগ তৈরি হচ্ছে। যার ফলে সুবিধা পেতে চলেছেন কিছু রাশির জাতকরা।
3/10

রাহু ও মঙ্গলের তত্ত্বাবধানে তৈরি নবপঞ্চম রাজযোগ উপকৃত হতে চলেছে কোন কোন রাশি ?
4/10

কন্যা রাশি (Kanya Rashi)- নবপঞ্চম রাজযোগ গঠনের কারণে কপাল খুলতে চলেছে কন্যা রাশির জাতকদের। বিয়ের প্রস্তাব আসতে পারে অবিবাহিতদের বিয়ের। জীবনে চলতে থাকা সমস্যা কাটতে পারে।
5/10

কন্যা রাশি (Kanya Rashi)- যাঁরা বেকার রয়েছেন তাঁরা হঠাৎ চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসাতেও লাভ। অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
6/10

সিংহ রাশি (Singha Rashi) - অপ্রত্যাশিত আর্থিক লাভের সুযোগ রয়েছে আপনারও। দীর্ঘদিন ধরে জীবনে চলমান সমস্যা এখন শেষ হতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আপনি অনেক সুবিধা পেতে চলেছেন। পদোন্নতির পাশাপাশি আর্থিক লাভ হতে পারে।
7/10

সিংহ রাশি (Singha Rashi) - বিদেশে যাওয়ার স্বপ্নও পূরণ হতে পারে কারো কারো। অর্থাৎ, নবপঞ্চম যোগ গঠনে এই রাশির জাতকরা বিশেষ সুবিধা পেতে পারেন।
8/10

মকর রাশি (Makar Rashi)- সাড়ে সাতির কারণে দীর্ঘদিন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এবার সেই সময় কাটতে চলেছে। এই রাশির জাতকদের জীবনে ইতিবাচক প্রভাব পড়তে পারে। জীবনে অনেক বড় পরিবর্তন দেখা যেতে পারে।
9/10

মকর রাশি (Makar Rashi)- আর্থিক অবস্থা শক্তিশালী হবে। কর্মক্ষেত্রেও সুবিধা পেতে পারেন। সিনিয়রদের সঙ্গে ভাল সমন্বয় থাকবে। পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে। নতুন কাজের জন্য অনেক সুযোগ পেতে পারেন।
10/10

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 26 Oct 2024 01:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
