এক্সপ্লোর
Upcoming Cars: মারুতি ২০২৪ সুইফট ছাড়াও রয়েছে আরও নাম, দেশে শীঘ্রই লঞ্চ এই গাড়িগুলি
Maruti Suzuki Swift 2024
1/8

এই বছর 2024, ভারতের বাজারে অনেকগুলি নতুন গাড়ি লঞ্চ হতে চলেছে। এর মধ্যে রয়েছে Tata Motors, Kia, Mahindra Thar এবং Maruti Suzuki-এর দুর্দান্ত মডেল৷ আসুন জেনে নেওয়া যাক ভারতের বাজারে কোন কোন গাড়ি প্রবেশ করতে চলেছে।
2/8

2024 কিয়া স্পোর্টেজ একটি দুর্দান্ত চেহারা দেয়। এই গাড়িটি 10 বছর বা 1 লক্ষ মাইল সীমিত ওয়ারেন্টি সহ বাজারে আসতে চলেছে। এই গাড়িতে 12.3-ইঞ্চি ডুয়াল প্যানোরামিক ডিসপ্লে থাকবে। এই গাড়িতে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও দেওয়া হবে। এই Kia গাড়ির দাম প্রায় 25 লক্ষ টাকা হতে পারে। জুলাই মাসে ভারতের বাজারে আসতে পারে এই গাড়ি।
Published at : 08 May 2024 02:05 AM (IST)
আরও দেখুন





















