এক্সপ্লোর
Budget 2022: ডিজিটাল স্বপ্নে উড়ান, জেনে নিন ই-পাসপোর্টের খুঁটিনাটি

ই-পাসপোর্টের খুঁটিনাটি।
1/10

চলতি অর্থবর্ষ থেকেই চালু হচ্ছে ই-পাসপোর্ট। কেন্দ্রীয় বাজেটে ঘোষণা নির্মলা সীতারামনের।
2/10

ই-পাসপোর্টের মাধ্যমে ডিজিটাল স্বপ্নে উড়ান কেন্দ্রের। পাসপোর্টে বসানো চিপেই সমস্ত বায়োমেট্রিক তথ্য থাকবে।
3/10

ঘন ঘন বিদেশযাত্রা করেন যাঁরা, তাঁদের জন্য ই-পাসপোর্ট আশীর্বাদ হয়ে উঠতে চলেছে বলে দাবি কেন্দ্রের। এর ফলে অভিবাসন প্রক্রিয়া আর দীর্ঘায়িত হবে না বলে জানানো হয়েছে।
4/10

নাগরিকের বায়োমেট্রিক তথ্য সম্বলিত মাইক্রো চিপ বসানো থাকবে পাসপোর্টে। এতটাই নিরাপদে রাখা হবে যে তা নিয়ে কেউ জালিয়াতি করতে পারবে না।
5/10

বর্তমানে চালু কাগজের বুকলেট পাসপোর্টের দ্বিতীয় পাতায় এই মাইক্রো চিপ বসানো থাকবে। তার মধ্যেই সব তথ্য থাকবে।
6/10

প্রত্যেক দেশের জন্য ইউনিক ডিজিটাল সিগনেচার থাকবে। সংশ্লিষ্ট দেশ তা ভেরিফাই করবে।
7/10

বিদেশযাত্রার জন্য এক জন নাগরিকের যা যা তথ্যের প্রয়োজন, তার সবই মজুত থাকবে ওই চিপের ভিতর।
8/10

চিপের মধ্যে রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি বসানো থাকবে। ফলে হ্যাকাররা চাইলেও চিপে মজুত তথ্য হাতিয়ে নিয়ে পারবে না।
9/10

কেন্দ্রীয় সরকারের পাসপোর্ট সেবা প্রকল্পের (PSP-V2.0) দ্বিতীয় পর্যায়ে ই-পাসপোর্টের বাস্তবায়ন হতে চলেছে। আগেই এর ঘোষণা করে কেন্দ্র।
10/10

দেশ জুড়ে বিদেশমন্ত্রকের ৩৬টি দফতর থেকে এই ই-পাসপোর্ট বিলি করা হবে বলে জানা গিয়েছে।
Published at : 01 Feb 2022 03:36 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
