এক্সপ্লোর
SBI Customers Alert: ভুলেও নয় এই ভুল, ফাঁকা হবে অ্যাকাউন্ট ! স্টেট ব্যাঙ্কের নামে চলছে প্রতারণা
SBI
1/10

স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে সাবধান ! এই ভুল করলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট। অনেক SBI গ্রাহকই পেয়েছেন এই বার্তা। মেসেজে বলা হয়েছে, সন্দেহজনক কার্যকলাপের কারণে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে লক করা হবে। মনে রাখবেন, প্রতারকরা পাঠাচ্ছে এই বার্তা।
2/10

আপনি যদি এমন একটি বার্তা পেয়ে থাকেন তবে পাল্টা উত্তর দেবেন না। সঠিক জায়গায় এই বিষয়ে অভিযোগ করুন। অফিসিয়াল ফ্যাক্ট চেকার হিসাবে ইতিমধ্য়েই পিআইবি এসবিআই গ্রাহকদের এই ধরনের বার্তা সম্পর্কে সচেতন হতে বলেছে।
Published at : 20 May 2023 03:31 PM (IST)
আরও দেখুন






















