এক্সপ্লোর
Tarapith : কীভাবে মন্দির প্রতিষ্ঠা তারাপীঠে ?
আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীর এই তিথিতে মন্দির চত্বরে তিল ধারনের জায়গা নেই।

Tarapith : কীভাবে মন্দির প্রতিষ্ঠা তারাপীঠে ?
1/10

আজ তারাপীঠে তারা মায়ের আবির্ভাব দিবস! এদিন মূল মন্দির থেকে বিরাম মঞ্চে বের করে আনা হয় মাকে।
2/10

আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীর এই তিথিতে মন্দির চত্বরে তিল ধারনের জায়গা নেই।
3/10

ঘুম ভাঙিয়ে ভোর তিনটে নাগাদ মূল মন্দির থেকে বের করে আনা হন মাকে। স্নানপর্ব মিটতেই সাজানো হয় রাজ-রাজেশ্বরী সাজে!
4/10

এরপর বেশ কিছুক্ষণ ধরে চলে মঙ্গল আরতি পর্ব! ভোরের আলো ফুটতেই ধীরে ধীরে মন্দির চত্বরে জমতে শুরু করে ভক্তদের!
5/10

রীতি অনুযায়ী মায়ের আজ উপোস! দিনভর তাই ফল-মিষ্টিই খান মা। মহাভোগ তোলা থাকে রাতের জন্য!
6/10

দিনভর বিরামমঞ্চে থাকার পর বিকেলে আরতির পর মাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূলমন্দিরে। স্নানের পর নবরুপে সাজানো হয় দেবীমূর্তিকে।
7/10

লোক শ্রুতি, জনৈক সওদাগর জয় দত্ত স্বপ্নাদেশ পান। শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুন্ডির আসনের নিচে মায়ের শিলামূর্তি আছে।
8/10

শুক্লা চতুর্দশীর এই তিথিতেই সেই মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন জয় দত্ত।
9/10

তারাপীঠের মা কখনও পুজিতা হন দূর্গা আবার কখনও অন্নপূর্ণা রূপে।
10/10

মা তারার মন্দির ও মন্দির-সংলগ্ন শ্মশানক্ষেত্রের জন্য বিখ্যাত এই সিদ্ধপীঠ।
Published at : 08 Oct 2022 09:30 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
