এক্সপ্লোর
Joydev Kenduli Mela 2023: আখড়ায় বাউলের সুর, অজয় নদে পুণ্যস্নান, কড়া নিরাপত্তা জয়দেব-কেঁদুলি মেলায়
Birbhum: ভোরের আলো ফোটার আগেই বীরভূমে অজয়ের পাড়ে মানুষের ঢল। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে পুণ্যস্নান উপলক্ষ্যে ভিড়ে ঠাসা বীরভূমের ইলামবাজারের জয়দেবের কেন্দুলির মেলা।
ফাইল ছবি
1/10

আখড়ায় বাউলের সুর, অজয় নদে পুণ্যস্নান। সংক্রান্তিতে শুরু হল বীরভূমের জয়দেব-কেঁদুলি মেলা। চারদিন ধরে চলবে মেলা। প্রশাসনের তরফে অজয় নদে বেশ কয়েকটি ঘাট করা হয়েছে স্নানের জন্য।
2/10

একদিকে,সংক্রান্তির পুণ্যস্নান সাগরসঙ্গমে। অন্যদিকে, বীরভূমের জয়দেব-কেঁদুলিতে অজয় নদে স্নান পুণ্যার্থীদের৷ প্রথা মেনে অজয় নদে স্নান সেরে জয়দেব মন্দিরে পূজার্চ্চনা।
Published at : 15 Jan 2023 04:37 PM (IST)
আরও দেখুন






















