এক্সপ্লোর
East Burdwan: পাঠ্যবইয়ের পাশাপাশি জীবনবোধের পাঠ দেওয়াই 'সদাই ফকিরের পাঠশালা'র লক্ষ্য, 'গুরুদক্ষিণা' মাত্র দু-টাকা
পাঠ্যবইয়ের পাশাপাশি জীবনবোধের পাঠ দেওয়াই 'সদাই ফকিরের পাঠশালা'র লক্ষ্য, 'গুরুদক্ষিণা' মাত্র দু-টাকা
৮০ ছুঁয়ে আজও কর্তব্যে অবিচল মাস্টারমশাই
1/11

সুজিত চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমানের আউশগ্রামের রামনগরের বাসিন্দা। মাত্র দু-টাকা গুরুদক্ষিণা নিয়ে বছরের পর বছর শিক্ষাদান করে চলেছেন তিনি।
2/11

পূর্ব বর্ধমানের আউশগ্রামের রামনগরেই রয়েছে তাঁর ‘সদাই ফকিরের পাঠশালা’। প্রায় ৩০০ পড়ুয়া পড়াশোনা করে এই পাঠশালায়। পড়ুয়া পিছু ‘গুরুদক্ষিণা’ হিসেবে বছরে মাত্র ২ টাকা নেন মাস্টারমশাই। সঙ্গে চারটি চকোলেট।
Published at : 21 Nov 2023 10:43 PM (IST)
আরও দেখুন






















