এক্সপ্লোর
Tarpan: বৃষ্টিকে উপেক্ষা করেই পূর্বপুরুষদের প্রসন্ন করতে জেলায় জেলায় চলছে তর্পণ
রাত পোয়ালেই সূচনা হবে মাতৃপক্ষের। শারদীয়া নবরাত্রি পালন মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহালয়ায় পিতৃপক্ষের শেষ লগ্নে পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য রাজ্যজুড়ে চলছে তর্পণ।
পূর্বপুরুষদের প্রসন্ন করতে তর্পণ
1/11

মহালয়ায় তর্পণ করে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন হলদিয়ার হলদি নদীর ঘাটেও।
2/11

গঙ্গাসাগরে লক্ষাধিক মানুষের ভিড় হয়েছে। ভিড় সামাল দিতে ব্লক প্রশাসন সবরকম প্রস্তুতি সেরে রেখেছে। আজ দিনভর কাকদ্বীপের লট নং আট ও নামখানা জেটি থেকে অতিরিক্ত ভেসেল ও লঞ্চ চালানো হবে। অতিরিক্ত বাস থাকবে সাগরের কচুবেড়িয়া থেকেও।
Published at : 02 Oct 2024 12:41 PM (IST)
আরও দেখুন






















