এক্সপ্লোর
(Source: Poll of Polls)
Sandeshkhali Situation: জালে শেখ শাহজাহান, সন্দেশখালিতে অকাল হোলি, মিষ্টিমুখ
Sandeshkhali Celebration: শেখ শাহজাহানের গ্রেফতারির পর সন্দেশখালির ঘোজাপাড়ায় উৎসবের মেজাজ
ফাইল ছবি
1/9

শেখ শাহজাহান গ্রেফতারের পরেই সন্দেশখালিতে সন্দেশ বিলি। আতসবাজি ফাটিয়ে অকাল দীপাবলি পালন করছেন গ্রামবাসীরা।
2/9

রীতিমতো উৎসবের চেহারা নিয়েছে সন্দেশখালির ঘোজাপাড়া এলাকা। মিষ্টিমুখ করাচ্ছেন স্থানীয় বাসিন্দারাই। উড়ল আবির। শোনা গেল জয় শ্রীরাম স্লোগান।
3/9

অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলছে সন্দেশখালি। যার গ্রেফতারির জন্য এতদিন সরব হয়েছেন তারা তার গ্রেফতারির খবর পেতেই উচ্ছ্বসিত সন্দেশখালি।
4/9

তৃণমূল নেতার বিরুদ্ধে জমি জবরদখল থেকে শুরু করে নোনাজল ঢুকিয়ে জোর করে ভেড়ি তৈরি করা, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ ভুরিভুরি অভিযোগ রয়েছে গোটা সন্দেশখালিজুড়ে।
5/9

স্থানীয়রা বলছেন, “শান্তি পাব মনে হচ্ছে। নির্ভয়ে বাস করতে পারব। অর্ধেক রাত জেগে থাকতে হবে না। বাড়ি থেকে কেউ তুলে নিয়ে যাবে না। শেখ শাহাজাহান শাস্তি পাক, এটাই চাই।’’
6/9

ইডির উপর হামলার ৫৫ দিন পর গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। স্থানীয়দের প্রশ্ন, “বলা হয়েছে মিথ্যে অভিযোগ। তাহলে কেন পালিয়ে বেড়াচ্ছিল?’’
7/9

গত কয়েকদিন ধরে তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। তাতে দফায় দফায় ছড়ায় উত্তেজনা।
8/9

আর শেখ শাহজাহান গ্রেফতার হতেই একেবারে ভিন্ন ছবি সন্দেশখালির মাটিতে। সন্দেশখালির ঘোজাপাড়ায় একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন গ্রামবাসীরা।
9/9

আবির মাখিয়ে, আতসবাজি ফাটিয়ে উৎসবে মাতলেন স্থানীয়রা। তাঁদের কথায়, 'রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন শেখ শাহজাহান। এতদিন ভোট দিতে পারতাম না। এবার গণতান্ত্রিক অধিকার ফিরে পাব।'
Published at : 29 Feb 2024 12:20 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























