এক্সপ্লোর
WB Flood Situation: টানা বৃষ্টির জের; দক্ষিণের জেলাগুলিতে জলযন্ত্রণা, ব্যাহত জনজীবন
Weather Update: জল থইথই রাস্তা। জলের তলায় কৃষিজমি। একনগাড়ে বৃষ্টি আর সেই সঙ্গে ডিভিসির জল ছাড়ার জেরে চরম দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। কৃষিজমি জলের তলায় থাকায় বাড়ছে ক্ষয়ক্ষতির আশঙ্কা।
ফাইল ছবি
1/9

টানা বৃষ্টিতে এখনও জলমগ্ন ঘাটাল। পুর এলাকার তেরোটি ওয়ার্ড জলমগ্ন। পাঁচটি পঞ্চায়েত এলাকাও জলের তলায়। যাতায়াতে ভরসা ডিঙ্গি নৌকা।
2/9

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অঞ্চল। গত দুদিনে বাঁকুড়া জেলায় মোট ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দ্বারকেশ্বর-সহ জলস্তর বাড়ছে শালী নদী, গন্ধেশ্বরী, শিলাবতী নদীতে। পাত্রসায়রে নারায়ণপুর থেকে ধগড়িয়া যাওয়ার রাস্তার ওপর দিয়ে বইছে নদীর জল।
Published at : 01 Aug 2025 03:38 PM (IST)
আরও দেখুন






















