এক্সপ্লোর
IAS Success Story : স্কুল-কলেজের পরীক্ষায় ফেল মানেই সব শেষ নয়, IAS-ও হওয়া যায়
স্কুল-কলেজে আহামরি ভালো ছাত্র হলেই সাফল্য আসবে, বিষয়টা তা নয়। খারাপ ছাত্র মানেই যে সবকিছু শেষ হয়ে যাওয়া নয় তার উদাহরণ কুমার অনুরাগ। এখন IAS তিনি।

কুমার অনুরাগ , ফোটো সৌজন্য X @iaskumaranurag
1/9

কুমার অনুরাগের কথায়, তিনি সাধারণমানের ছাত্র বরাবরই। কলেজেও ছিলেন ব্যাকবেঞ্চারদের দলে। পড়াশোনা চালাতে টপারদের নোট কপি করতে হত। কলেজ পাশ করতে চেষ্টার কসুর করেননি। এতকিছু নেগেটিভ সত্ত্বেও IAS হওয়ার স্বপ্ন দেখতেন। জানতেন টপারদের সঙ্গেই লড়তে হবে তাঁকে। পিছপা হননি। জীবনের শিক্ষায় শিক্ষা নিয়েছেন। ফোটো সৌজন্য X @iaskumaranurag, Instagram kumaranurag
2/9

বিহারের কাটিহারের ছোট্ট একটি স্কুলে পড়াশোনা শুরু। মাধ্যমিক পড়াকালীন স্কুল বদল। ইংরেজি মাধ্যমে ভর্তি হয়ে যেন খেই হারিয়ে ফেলেছিলেন। ব্যর্থ হতে হয় প্রতি পদে। কিন্তু, ইচ্ছাশক্তি। তাঁর অবিরাম উন্নতিতে সহায়ক হয়। ইংরেজির ওপর বেশি জোর দেন। ফলও মেলে হাতেনাতে। ক্লাস টেনের বার্ষিক পরীক্ষায় নব্বই শতাংশের বেশি নম্বর নিয়ে পাশ করেন। ফোটো সৌজন্য X @iaskumaranurag, Instagram kumaranurag
3/9

ক্লাস টুয়েলভ পড়তে পাড়ি দেন দিল্লি। পাশ করতে পারেননি অঙ্কে। হতাশ হয়েও ফিরে আসেন। তিনমাস আগে পুরোদমে পড়াশোনা শুরু করে ক্লাস টুয়েলভ লেভেলেও নব্বই শতাংশের বেশি নম্বর নিয়ে পাশ করেন। ফোটো সৌজন্য X @iaskumaranurag, Instagram kumaranurag
4/9

আশানুরূপ ফল মেলেনি কলেজেও। ইকনমিকস নিয়ে পড়তে গিয়ে ধাক্কা খেতে হয়েছে বারবার। বারদুয়েক ব্যাকও পেতে হয়। গড়পড়তা নম্বর নিয়ে পাশ করেন। অনুরাগ বলেছেন, এরপরও বিশ্বাস ছিল নিজের উপর। জানতেন, কঠোর পরিশ্রমে খুলে যেতে পারে আই এ এস-এর দরজাও। শুরু করেন পড়াশোনা। ফোটো সৌজন্য X @iaskumaranurag, Instagram kumaranurag
5/9

পড়ুয়া থেকে চাকরিপ্রার্থী। IAS প্রত্যাশী। UPSC-র জন্য কঠোর অনুশীলন শুরু হয়। যতদিন যায়, একটু একটু করে উন্নতি করতে শুরু করেন। ব্যর্থ হন। আবার ঘুরে দাঁড়িয়ে লড়াই শুরু করেন। থামেননি। নিজেকে থামতে দেননি। ফোটো সৌজন্য X @iaskumaranurag, Instagram kumaranurag
6/9

২০১৭ সালে সফল হন। ক্রমতালিকায় ৬৭৭ নম্বরে নাম ছিল তাঁর। রেজাল্ট মনঃপুত হয়নি। তাই আবার পরীক্ষায় বসেন। ২০১৯- গোটা দেশের মেধাতালিকায় ৪৮ নম্বরে জায়গা করে নেন। ফোটো সৌজন্য X @iaskumaranurag, Instagram kumaranurag
7/9

যাঁরা UPSC -র জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য অনুরাগের টিপস - IAS অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার থেকে আলাদা। তাই এই পরীক্ষায় বসার জন্য একাগ্রতা অন্যরকম হতেই হবে। ফোটো সৌজন্য X @iaskumaranurag, Instagram kumaranurag
8/9

প্যাশন চাই। গোটা প্রক্রিয়ার জন্য চূড়ান্তভাবে মোটিভেটেড থাকতে হবে। মাঝপথে হতাশ হওয়া চলবে না। ফোটো সৌজন্য X @iaskumaranurag, Instagram kumaranurag
9/9

তাড়াহুড়ো নয়। প্রথমে পরীক্ষা প্যাটার্ন থেকে নিজের পরিকল্পনা করে নিতে হবে ঠাণ্ডা মাথায়। তারপরে এগোতে হবে ধীরেসুস্থে। জার্নি শেষ না হওয়া পর্যন্ত থামা চলবে না। তথ্যসূত্র- এবিপি হিন্দি লাইভ । ফোটো সৌজন্য X @iaskumaranurag, Instagram kumaranurag
Published at : 10 Nov 2023 04:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
