এক্সপ্লোর
ABP Cvoter WB Opinion Poll 2024:হাইভোল্টেজ কেন্দ্রে জয়ের সম্ভাবনা কাদের? কী ইঙ্গিত ABP CVoter সমীক্ষায়?
Election 2024:লোকসভা নির্বাচনে আর এক সপ্তাহ বাকি। তার হাতে এল এবিপি সি ভোটারের সমীক্ষা। কোথায় কাকে এগিয়ে রাখা হচ্ছে, এই সমীক্ষায় তারই একটি আভাস মিলেছে। সম্ভাব্য জয়ী কারা? একনজরে দেখে নেওয়া যাক?
হাইভোল্টেজ কেন্দ্রে জয়ের সম্ভাবনা কাদের? কী ইঙ্গিত ABP CVoter সমীক্ষায়? (ছবি: PIXABAY)
1/10

লোকসভা নির্বাচনে আর এক সপ্তাহ বাকি। তার হাতে এল সি ভোটারের সমীক্ষা। কোথায় কাকে এগিয়ে রাখা হচ্ছে, এই সমীক্ষায় তার একটা আভাসমাত্র মিলেছে। যেমন, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে সম্ভাব্য বিজেপির দেবশ্রী চৌধুরী এবং সিপিএমের সায়রা শাহ হালিমকে পিছিয়ে ফেলে আপাতত সম্ভাব্য জয়ী তৃণমূলের মালা রায়। (ছবি:Mala Roy Facebook)
2/10

আগামী ১৩ মে, চতুর্থ দফায় ভোটগ্রহণ বহরমপুরে। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপি-র প্রার্থী নির্মল সাহা। সমীক্ষা বলছে, অধীর সম্ভাব্য জয়ী বহরমপুরে। (ছবি:PTI)
Published at : 11 Apr 2024 10:20 PM (IST)
আরও দেখুন






















