এক্সপ্লোর
CAA Celebration: সিএএ কার্যকর হতেই আহিরীটোলা ঘাট-সহ একাধিক জায়গায় উদযাপন
CAA Celebration Kolkata Thakurnagar:লোকসভা নির্বাচনের মুখে দেশজুড়ে কার্যকর হয়ে গেল সিএএ । এই খবর প্রকাশ্যে আসতেই উদযাপনের ছবি দেখতে পাওয়া গেল ঠাকুরনগর, আহিরীটোলা ঘাট -সহ একাধিক জায়গায়।

সিএএ কার্যকর হতেই আহিরীটোলা ঘাট-সহ একাধিক জায়গায় উদযাপন
1/10

লোকসভা নির্বাচনের মুখে দেশজুড়ে কার্যকর হয়ে গেল সিএএ (CitizenshipAmendmentAct)।
2/10

এই খবর প্রকাশ্যে আসতেই উদযাপনের ছবি দেখতে পাওয়া গেল ঠাকুরনগর, আহিরীটোলা ঘাট -সহ একাধিক জায়গায়।
3/10

ঢাক, ঢোল, নানা বাদ্য যন্ত্র নিয়ে আনন্দে মেতে উঠেছেন বিজেপির কর্মী সমর্থক-সহ আরও অনেকেই।
4/10

আজই সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। আগামীকাল থেকেই সিএএ বিধি কার্যকর।
5/10

কাল থেকেই সিএএ-নিয়ে করা যাবে আবেদন। এমন আবহে ট্যুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
6/10

শুভেন্দু বলেছেন, বলেছেন, 'মোদির গ্যারান্টি মানে, প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি। ১৯৪৫ সাল থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত জনগোষ্ঠী। মতুয়া সম্প্রদায়ের প্রত্যেক ব্যাক্তি সমনাগরিকত্বের দাবিতে সোচ্চার হয়েছেন। আজ অপেক্ষার অবসান হল।'
7/10

নাগরিকত্ব সংশোধনী আইনের, নোটিফিকেশন জারির মাধ্যমে এই আইন কার্যকর হবে গোটা দেশে, সন্ধ্যায় ট্যুইট করেন বিরোধী দল নেতা।
8/10

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ট্যুইট করে দেশজুড়ে সিএএ কার্যকর হওয়া নিয়ে জানিয়েছেন।
9/10

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, দেখুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানিয়েছেন, যে এটা রুলস-রেগুলেশন কার্যকর হয়ে যাবে। তো চালু হয়ে গিয়েছে। আমরা যা বলি, তাই করি।'
10/10

সিএএ কার্যকর হতেই মমতাকে খোঁচা সুকান্তর। তিনি বলেন, কারওই এতে সমস্যা নেই। সবাই আনন্দে মেতেছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর ঘুম আসছে না। এটাই সমস্যা ওনার।'
Published at : 11 Mar 2024 09:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
