এক্সপ্লোর
PM Modi Memes: ট্রেন্ডিং 'লাই লাইক মোদি', সোশ্যাল মিডিয়া ভরল মিমে
ট্রেন্ডিং 'লাই লাইক মোদি', সোশ্যাল মিডিয়া ভরল মিমে
1/12

ট্যুইটারে ভাইরাল লাই লাইক মোদি হ্যাশট্যাগ। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে ট্রোল মিমে। নেপথ্যে নরেন্দ্র মোদির বাংলাদেশ থেকে দেওয়া একটি ভাষণ! বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে মোদি বলেন, 'বাংলাদেশের ভাই-বোনেরা, সমস্ত তরুণ-তরুণীদের আরও একটা কথা মনে করিয়ে দিতে চাই। গর্বের সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আমার জীবনের আন্দোলনগুলির মধ্যেও একটি। আমার বয়স তখন ২০-২২ বছর। আমি ও আমার কয়েকজন সঙ্গী বাংলাদেশের স্বাধীনতার জন্য সত্যাগ্রহ করেছিলাম। বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করে গ্রেফতারও হতে হয়েছিল আমায়। জেলে যেতে হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার জন্য যত ছটফটানি এ দেশের লোকেদের ছিল, ততটাই ছটফটানি ওপারে ভারতেও ছিল। পাকিস্তানের সেনাবাহিনির অকথ্য আর নৃশংস অত্যাচারের ছবি এখনও চোখে ভাসছে। সেই বীভৎসতা দেখে রাতে ঘুমোতে পারতাম না।'
2/12

ফটোশপ করে বিভিন্ন ইতিহাসিক ঘটনার ছবিতে বসানো হয়েছে মোদির ছবি। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের ছবিতে কপিল দেবের ছবির পাশে এডিট করে বসানো হয়েছে নরেন্দ্র মোদির ছবি। ছবি সৌজন্যে - smishdesigns
Published at : 27 Mar 2021 08:31 PM (IST)
আরও দেখুন






















