এক্সপ্লোর
Holi 2021: দোলের দিন জমজমাট ভোটপ্রচার, রং খেলে জনসংযোগ প্রার্থীদের
দোলে ভিন্ন মেজাজে প্রার্থীরা
1/11

দোল উৎসবে গান গেয়ে নেচে দলীয় পতাকা ছাড়াই প্রচার সাড়লেন দমদম উত্তরের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য প্রচার সাড়লেন। এ দিন উত্তর দমদমের কল্যাণী রোডের মুখ থেকে এম বি রোড ধরে পূবপাড়া পর্যন্ত প্রভাত ফেরির মাধ্যমে প্রচার চালান।
2/11

দোল খেলতে খেলতেই প্রচার সারলেন অগ্নিমিত্রা পাল। এদিন বার্নপুর বারি ময়দান এলাকায় রঙের উত্সবে সামিল হন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী। এরপর এলাকায় মিছিল করেন তিনি।
Published at : 28 Mar 2021 04:33 PM (IST)
আরও দেখুন






















