এক্সপ্লোর
Kanchan Mullick in Election: উত্তরপাড়ার হেভিওয়েট প্রার্থী কাঞ্চন, আয় কত?
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/05/2f226963a66d4e67da80e5b605abf607_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জানেন কাঞ্চনের আয় কত?
1/9
![এবারের বিধানসভা নির্বাচনে হুগলির উত্তরপাড়া থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন অভিনেতা কাঞ্চন মল্লিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/05/5ed2800aac46082801e9bbb7a0152e4eaa5bd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এবারের বিধানসভা নির্বাচনে হুগলির উত্তরপাড়া থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন অভিনেতা কাঞ্চন মল্লিক।
2/9
![নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামা দিয়ে কাঞ্চন জানিয়েছেন তাঁর আয়ের পরিমাণ ও সম্পত্তির হিসেব।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/05/a461b93e4442a309a9729c051619c183a6e71.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামা দিয়ে কাঞ্চন জানিয়েছেন তাঁর আয়ের পরিমাণ ও সম্পত্তির হিসেব।
3/9
![কাঞ্চন জানিয়েছেন, ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ১৫ লক্ষ ৩৪ হাজার ৯৬০ টাকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/05/be04b74be7449e753f455fb329b91e29f9593.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কাঞ্চন জানিয়েছেন, ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ১৫ লক্ষ ৩৪ হাজার ৯৬০ টাকা।
4/9
![২০১৮-১৯ অর্থবর্ষে কাঞ্চন তাঁক আয় দেখিয়েছেন ৫ লক্ষ ৯৪ হাজার ৮৭০ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে কাঞ্চনের আয় ছিল ৯ সক্ষ ৯৮ হাজার ৮৬০ টাকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/05/fdd70521bbe8b7b8234855077a0862c39d3cf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৮-১৯ অর্থবর্ষে কাঞ্চন তাঁক আয় দেখিয়েছেন ৫ লক্ষ ৯৪ হাজার ৮৭০ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে কাঞ্চনের আয় ছিল ৯ সক্ষ ৯৮ হাজার ৮৬০ টাকা।
5/9
![অভিনেতা কাঞ্চন হলফনামায় জানিয়েছেন, ২০১৬-১৭ অর্থবর্ষে তাঁর আয়ের পরিমাণ ছিল ১৫ লক্ষ ৩০ হাজার ৩২০ টাকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/05/dd3bea521344260b687ee364f98454ece8cf0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অভিনেতা কাঞ্চন হলফনামায় জানিয়েছেন, ২০১৬-১৭ অর্থবর্ষে তাঁর আয়ের পরিমাণ ছিল ১৫ লক্ষ ৩০ হাজার ৩২০ টাকা।
6/9
![২০১৫-১৬ অর্থবর্ষে কাঞ্চনের আয় ছিল ১৬ লক্ষ ৭৭ হাজার ৬০ টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ২৬ হাজার ৬৪২ টাকা। তাঁর স্ত্রী পিঙ্কির হাতে নগদ রয়েছে ২ লক্ষ ১৯ হাজার ৮২৯ টাকা। কাঞ্চন জানিয়েছেন, বিভিন্ন ব্যাঙ্কে মোট ৭ লক্ষ ৯০ হাজার ১০৫ টাকা ৯২ পয়সা জমা রয়েছে তাঁর। স্ত্রীর নামে রয়েছে ৭ লক্ষ ২৯ হাজার ১৪২ টাকা ১৫ পয়সা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/05/4c7fce211aee68dc337d1ac5ac1bd785f79ec.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৫-১৬ অর্থবর্ষে কাঞ্চনের আয় ছিল ১৬ লক্ষ ৭৭ হাজার ৬০ টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ২৬ হাজার ৬৪২ টাকা। তাঁর স্ত্রী পিঙ্কির হাতে নগদ রয়েছে ২ লক্ষ ১৯ হাজার ৮২৯ টাকা। কাঞ্চন জানিয়েছেন, বিভিন্ন ব্যাঙ্কে মোট ৭ লক্ষ ৯০ হাজার ১০৫ টাকা ৯২ পয়সা জমা রয়েছে তাঁর। স্ত্রীর নামে রয়েছে ৭ লক্ষ ২৯ হাজার ১৪২ টাকা ১৫ পয়সা।
7/9
![কাঞ্চন জানিয়েছেন, তাঁর স্ত্রী পিঙ্কির ২০১৯-২০ অর্থবর্ষের আয় ৪ লক্ষ ৯৯ হাজার ২৩০ টাকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/05/4a73b2d3b9531d8a257b533065da2eb442562.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কাঞ্চন জানিয়েছেন, তাঁর স্ত্রী পিঙ্কির ২০১৯-২০ অর্থবর্ষের আয় ৪ লক্ষ ৯৯ হাজার ২৩০ টাকা।
8/9
![কাঞ্চন জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। ১৬ লক্ষ ৭১ হাজার ১৭২ টাকা মূল্যের একটি টয়োটা ইনোভা গাড়ি রয়েছে কাঞ্চনের। রয়েছে ৭৯ হাজার ৪৮০ টাকার সোনার অলঙ্কার। স্ত্রীর রয়েছে ২৬ হাজার ৭৩১ টাকার গয়না। কাঞ্চনের অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ৩৮ লক্ষ ২১ হাজার ৩২৩ টাকা ৯২ পয়সা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১১ লক্ষ ৪৭ হাজার ৮৮২ টাকা ১৫ পয়সা। কাঞ্চনের স্থাবর সম্পত্তির পরিমাণ ৫২ লক্ষ ৫০ হাজার টাকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/05/5512300699ce0842c2ea4f0c301d836722772.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কাঞ্চন জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। ১৬ লক্ষ ৭১ হাজার ১৭২ টাকা মূল্যের একটি টয়োটা ইনোভা গাড়ি রয়েছে কাঞ্চনের। রয়েছে ৭৯ হাজার ৪৮০ টাকার সোনার অলঙ্কার। স্ত্রীর রয়েছে ২৬ হাজার ৭৩১ টাকার গয়না। কাঞ্চনের অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ৩৮ লক্ষ ২১ হাজার ৩২৩ টাকা ৯২ পয়সা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১১ লক্ষ ৪৭ হাজার ৮৮২ টাকা ১৫ পয়সা। কাঞ্চনের স্থাবর সম্পত্তির পরিমাণ ৫২ লক্ষ ৫০ হাজার টাকা।
9/9
![হলফনামায় কাঞ্চন জানিয়েছেন, তাঁর নামে ১ লক্ষ ৬৯ হাজার ৬২১ টাকা ৫৫ পয়সার কার লোন রয়েছে। তিনি জানিয়েছেন, ১৯৯৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক হয়েচিলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/05/6b2f33f3d54498b1455d4a3696323a94862af.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হলফনামায় কাঞ্চন জানিয়েছেন, তাঁর নামে ১ লক্ষ ৬৯ হাজার ৬২১ টাকা ৫৫ পয়সার কার লোন রয়েছে। তিনি জানিয়েছেন, ১৯৯৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক হয়েচিলেন তিনি।
Published at : 05 Apr 2021 07:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
লাইফস্টাইল-এর
বীরভূম
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)