এক্সপ্লোর
Panchayat Election 2023:ভোটের দিন চোখে জল ভোটারের, কাঁদলেন ভোটকর্মী এমনকি পুলিশও
Emotional Voters And Vote Workers: কোথাও ভোট দিতে না পেরে কাঁদলেন ভোটার। কোথাও অবাধ ও সুষ্ঠু ভোট করাতে না পেরে কাঁদলেন ভোটকর্মীরা। চোখের জল পড়ল পুলিশেরও।

গণতন্ত্রের উৎসবের দিন কাঁদলেন ভোটার থেকে ভোটকর্মী
1/8

আঠারোর আতঙ্ক কি এড়ানো গেল তেইশে? দিনভর যা ছবি দেখা গিয়েছে, তাতে সেই কথা জোর দিয়ে বলতে পারছেন না অনেকেই।কোথাও ভোট দিতে না পেরে কাঁদলেন ভোটার। কোথাও অবাধ ও সুষ্ঠু ভোট করাতে না পেরে কাঁদলেন ভোটকর্মীরা। চোখের জল পড়ল পুলিশেরও।
2/8

বীরভূমের ময়ূরেশ্বরের এই বুথটি ছিল পিঙ্ক বুথ। কিন্তু ভোটগ্রহণের পরিস্থিতি রইল না সেখানে। তছনছ বুথ।
3/8

সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয় পিঙ্ক বুথের। কাঁদতে থাকেন মহিলা প্রিসাইডিং অফিসার।
4/8

এক ছবি দেখা গেল ইসলামপুরের প্রিসাইডিং অফিসারের। দু'চোখ জলে ভর্তি।
5/8

বাঁচার জন্য কাকুতিমিনতি করতে শোনা গেল এই পুলিশকর্মীকেও। ছবিটি ডায়মন্ড হারবারের।
6/8

ভোট দিতে না পারার জন্য আবার কান্নায় ভাঙলেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এই ভোটার।
7/8

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের কাপাসডাঙায় আবার দুপুরের আগেই ভয়ে প্রিসাইডিং অফিসার-সহ ভোট কর্মীদের বেরিয়ে যেতে দেখা যায়।
8/8

গণতন্ত্রের উৎসবে এভাবেই ভোটার, ভোটকর্মী, পুলিশের চোখের জল দেখল রাজ্য। সঙ্গে রক্তপাতও।
Published at : 08 Jul 2023 09:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
