এক্সপ্লোর
Prakash Raj:তুমুল বিরোধিতার পর বিজেপিতে যাচ্ছেন নাকি?উত্তরে 'চমক' অভিনেতা প্রকাশ রাজের
Entertainment:ইনস্টাগ্রাম প্রোফাইল স্পষ্ট খুললেই বোঝা যাবে, তিনি ঘোর বিজেপি-বিরোধী। সেই প্রকাশ রাজ, দাপুটে অভিনেতা প্রকাশ রাজ কিনা এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন? জল্পনা ছড়াতেই হইচই। শেষমেশ হল কী?
কৃষকদের সঙ্গে অভিনেতা প্রকাশ রাজ (ছবি: Prakash Raj Instagram)
1/10

ইনস্টাগ্রাম প্রোফাইল স্পষ্ট খুললেই বোঝা যাবে, তিনি ঘোর বিজেপি-বিরোধী। রাখঢাক না করে ২০১৮ সালের জানুয়ারিতে একটি ইংরেজি চ্যানেলের আয়োজিত অনুষ্ঠানে বলে দিয়েছিলেন, 'আমি মোদি-বিরোধী, শাহ-বিরোধী-হেগড়ে-বিরোধী।' সেই প্রকাশ রাজ, দাপুটে অভিনেতা প্রকাশ রাজ কিনা এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন? (ছবি: Prakash Raj Instagram)
2/10

গত কাল বৃহস্পতিবার, দিনভর, এই নিয়ে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। যদিও পরে বিষয়টি খোলসা করে দেন অভিনেতা স্বয়ং। অবশ্যই চেনা মেজাজে। (ছবি: Prakash Raj Instagram)
Published at : 05 Apr 2024 08:01 PM (IST)
আরও দেখুন






















