এক্সপ্লোর
Dev On Mamata: ঘাটালের ডেবরায় আদিবাসী নৃত্যে সামিল হলেন দেব, বাজালেন মাদল, বললেন..
Dev At Debra: আজ ঘাটালের ডেবরা ব্লকের অনুষ্ঠানে অংশ নেন দেব, আদিবাসী নৃত্যে হন সামিল ,বাজান মাদলও,কী বললেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব?

ঘাটালের ডেবরায় আদিবাসী নৃত্যে সামিল হলেন দেব, বাজালেন মাদল, বললেন..
1/10

আজ সন্ধ্যায় ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরা ব্লকের অডিটোরিয়ামে তৃণমূল কংগ্রেসের এসটি সেলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
2/10

এই অনুষ্ঠানে যোগদান করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব ( দীপক অধিকারী) (Ghatal TMC Candidate Dev)।
3/10

সেখানে তিনি মঞ্চে দাঁড়িয়ে নিজের হাতে মাদল বাজান।
4/10

আদিবাসী নৃত্যে সামিল হন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব।
5/10

আজ তাঁর মুখে উঠে এল রাষ্ট্রপতির নাম। কিন্তু কেন ? কোন বিষয়ে আলোকপাত করলেন দেব ?
6/10

দেব বলেন, 'ভারতের প্রথম নাগরিক বলা হয় আমাদের রাষ্ট্রপতিকে। আমাদের গণতন্ত্রের মন্দির হচ্ছে পার্লামেন্ট। এখানে প্রথম স্থান হয় রাষ্ট্রপতির।'
7/10

এরপরেই তিনি বলেন, যেদিন নতুন পার্লামেন্ট উদ্বোধন হল। সেদিন কিন্তু ওখানে আমাদের রাষ্ট্রপতিকে দেখতে পাইনি। সেদিন ওখানে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন।
8/10

'সংসদের যে কোনও কাজে প্রথম যাওয়ার অধিকার রাষ্ট্রপতির। রামমন্দির প্রতিষ্ঠা যেদিন হল, সেদিনও আমাদের রাষ্ট্রপতিকে কোথাও দেখতে পাইনি' দাবি দেবের।
9/10

এরপরেই দেবের প্রশ্ন,' আপনাদের কাছে একটাই প্রশ্ন একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আপনাদের সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে আছেন, সঙ্গে আছেন। আর একটা দল পোস্ট দিয়েছে, কিন্তু সম্মান দেয়নি।'
10/10

এবার আপনারা বিচার করুন কোন দলটা আপনাদের কাছে বেশি সম্মানজনক, আগামী ২৫ মে নির্বাচন। আপনারাই ঠিক করবেন কারা আপনাদের ভালো রেখেছে। তাঁদের কথা মাথায় রাখবেন', বলেন দেব।
Published at : 20 Apr 2024 11:15 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
