এক্সপ্লোর
Suvendu Adhikari:'তৃণমূলে এক একটা গুণধর আছে, শুধু পার্থ নয়..', প্রচারে এসে কার কথা বললেন শুভেন্দু ?
Suvendu Attacks TMC: চাকদায় কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে শুভেন্দুর সভা, কী বললেন বিরোধী দলনেতা ?

'তৃণমূলে এক একটা গুণধর আছে, শুধু পার্থ নয়..', প্রচারে এসে কার কথা বললেন শুভেন্দু ?
1/10

চাকদায় কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে এসে শাসকদলকে একহাত নিলেন শুভেন্দু।
2/10

বললেন, 'তৃণমূলে এক একটা গুণধর আছে, শুধু পার্থ-বালু নয়, পলাশিপাড়ায় আরেক গুণধর, নাম তার মানিক ভট্টাচার্য।'
3/10

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, 'আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। গুন্ডাদের কোনও জাত হয় না, গুন্ডা গুন্ডাই থাকে'
4/10

সিএএ ইস্যুতে তিনি বলেন, 'সিএএ-এনআরসি নিয়ে মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী। কারও নাগরিকত্ব গেছে, একটাও প্রমাণ দেখান'
5/10

এরপরেই বিজেপির নামে স্লোগান তুলে বলেন, 'লাগবে না রাজ্য সরকারের টাকা, উন্নয়নের টাকা আনবেন অমৃতা'
6/10

লোকসভা ভোটের আগে সংখ্যালঘু ইস্যুতে ফ্ল্যাশব্যাকে নিয়ে যান শুভেন্দু। বলেন 'পঞ্চায়েত ভোটে ৫৫জন খুন হয়েছে, ৩৭জন সংখ্যালঘু'
7/10

তিনি তোপ দেগে বলেন,'বোমা বাঁধাবে, আবার খুনও হতে হবে, এটাই তৃণমূলের সংস্কৃতি। সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে তৃণমূল'
8/10

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন। অর্থাৎ আপনি লক্ষ্ণীর ভাণ্ডার পাবেন না। আপনি কন্য়াশ্রী পাবেন না, আপনি ভোট দিতে পারবেন না।'
9/10

এদিকে, বনগাঁ লোকসভা ও কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বলেন,' একটা টিএমসিকেও নাগরিকত্ব দেব না। ওদের খ্য়ামটা নাচ কাকে বলে, তারপর ওদের দেখাব। বড় বড় কথা না! মমতা বন্দ্য়োপাধ্য়ায় যেন বাঁচায় তোদের।'
10/10

সাড়ে ৪ বছর বাদে লোকসভা ভোটের মুখে CAA কার্যকরী করেছে মোদি সরকার।কিন্তু সেই CAA নিয়েই কি ভয় দেখানোর প্রতিযোগিতা চলছে বিজেপি ও তৃণমূলের মধ্য়ে?
Published at : 06 Apr 2024 07:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
