এক্সপ্লোর
Panchayat Poll 2023: 'ভোট লুঠে ব্যালটও খেয়ে ফেলেছে তৃণমূল', BJP-র প্রতিবাদ সভায় কটাক্ষ শুভেন্দুর
Suvendu Attacks TMC On Fake Vote: কলেজ স্কোয়ারের বিক্ষোভ মঞ্চ থেকে এদিন হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। কী কী অভিযোগ সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা ?

'ভোট লুঠে ব্যালটও খেয়ে ফেলেছে তৃণমূল', BJP-র প্রতিবাদ সভায় কটাক্ষ শুভেন্দুর
1/10

পঞ্চায়েত ভোটে কারচুপি ঘিরে গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
2/10

অশোকনগরে তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে ব্যালট খেয়ে ফেলার মতো গুরুতর অভিযোগও উঠেছে। আর এই সবই ক্ষোভের আকারে বাইরে বেরিয়ে আসছে।
3/10

আর এদিন কলেজ স্কোয়ারের বিক্ষোভ মঞ্চ থেকে হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'ভোট লুঠ করতে ব্যালটও খেয়ে ফেলেছে তৃণমূল।'
4/10

পাশাপাশি এদিন বিরোধী দলনেতা আরও বলেন, 'আগামী সপ্তাহে তৃণমূলের আরও একটি চুরি ফাঁস করব। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দুর্নীতির সঙ্গে যুক্ত সেই তথ্য ফাঁস করব'
5/10

অপরদিকে, '২১ জুলাই বিডিও অফিস ঘেরাও করবেন বিজেপি কর্মীরা', হুঁশিয়ারি দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
6/10

ভোট সন্ত্রাসের প্রতিবাদ এবং ভোট ঘিরে কারচুপির অভিযোগ উঠেছে, তা নিয়েই এদিন মূলত বিজেপির মিছিল।
7/10

যদিও এদিনের মিছিলে মেলেনি পুলিশের অনুমতি, তবুও মিছিলে অনড় ছিল বিজেপি।
8/10

কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে গেরুয়া শিবির। কলেজ স্কোয়ারের সভামঞ্চে পৌঁছে যান সুকান্ত-দিলীপরা। সভামঞ্চে এসে পৌঁছন শুভেন্দু অধিকারী।
9/10

বিজেপির তরফে স্পষ্ট চ্যালেঞ্জ ছোড়া হয়। বলা হয়, ' ৩৫-এর থেকেও বেশি আসনে লোকসভায় বিজেপি জিতবে।'
10/10

এদিন বিজেপির প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন শুভেন্দু-সুকান্ত-দিলীপদের পাশাপাশি লকেট-অগ্নিমিত্রারাও।
Published at : 19 Jul 2023 09:46 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
