এক্সপ্লোর
PM Modi in Bengal: আরামবাগ থেকেই ভোটের দামামা মোদির, উপচে পড়ল ভিড়
PM Modi: ২ মার্চ কৃষ্ণনগরে রয়েছে মোদির জনসভা। আজ রাতে থাকছেন রাজভবনে
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

বাংলায় লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর কদিন পরেই লোকসভা ভোট। তার আগে বাংলায় হুগলির আরামবাগে প্রথম জনসভা করলেন মোদি। সেখান থেকে ছত্রে ছত্রে বিঁধলেন রাজ্যের তৃণমূল সরকারকে।
2/10

এদিনই রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদি। প্রথমে আরামবাগে একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। তারপরেই চলে আসেন জনসভায়। মোদিকে দেখতে সভাস্থলে উপচে পড়েছিল ভিড়।
Published at : 01 Mar 2024 10:31 PM (IST)
আরও দেখুন






















