এক্সপ্লোর
Tripura Assembly Poll Result 2023: ফের ত্রিপুরার মসনদ দখলের পথে বিজেপি! উচ্ছ্বাস রাজ্যজুড়ে
Tripura Election Result: প্রথম থেকেই বিজেপি জোট এগিয়ে থাকলেও কড়া টক্কর দিয়েছে বাম-কংগ্রেস জোট।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

ফের ত্রিপুরার মসনদ নিজেদের দখলে রাখতে চলেছে বিজেপি। এখনও পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে ৩৩ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি ও IPFT জোট। ইতিমধ্য়েই ২৯টি আসনে জয়ী ঘোষণা করা হয়েছে বিজেপিকে।
2/10

সকাল থেকেই ভোট গণনার পরতে পরতে জড়িয়ে ছিল উত্তেজনা। প্রথম থেকেই বিজেপি জোট এগিয়ে থাকলেও কড়া টক্কর দিয়েছে বাম-কংগ্রেস জোট। এখনও পর্যন্ত বেশ কিছু আসনে জিতেছেন বাম প্রার্থীরা।
Published at : 02 Mar 2023 04:47 PM (IST)
আরও দেখুন






















