এক্সপ্লোর
WB Election 2021: মুখ নয়, এবার মুখোশেও "খেলা হবে"
মুখ নয়, এবার মুখোশেও "খেলা হবে"
1/10

এবার মুখোশ পরেও খেলা হবে। ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক দিয়ে তৈরি হচ্ছে মুখোশ। তৃণমূল ও বিজেপির মুখোশে লেখা "খেলা হবে"। আর এই মুখোশের চাহিদা ভোটের আগে আকাশ ছোঁয়া। তথ্য ও ছবি-- রানা দাস, পূর্ব বর্ধমান।
2/10

কাটোয়ার এক শিল্পী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক দিয়ে তৈরি করছে মুখোশ। এর আগে গেঞ্জি টুপিতে খেলা হবে লেখা থাকলেও এই প্রথম মুখোশেও লেখা থাকছে খেলা হবে । আর সেই মুখোশ পরে এবার রাজনীতির মাঠে খেলতে নামবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা।
Published at : 04 Apr 2021 05:20 PM (IST)
আরও দেখুন






















