এক্সপ্লোর
WB election 2021: "খেলা হবে" সন্দেশ! কোথায়? দামই বা কী?
মিষ্টির বাজারেও খেলা হবে।
1/6

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ চড়ছে। আর সেই রাজনৈতিক লড়াইয়ের মঞ্চে প্রবল জনপ্রিয় হয়েছে 'খেলা হবে' স্লোগান। এবার বাজারে চলে এল "খেলা হবে" সন্দেশ, সঙ্গে দোসর তৃণমূল ও বিজেপির প্রতীক দিয়ে তৈরি মিষ্টিও।।
2/6

তৃণমূলের জোড়া ফুল, বিজেপির পদ্মফুল আর খেলা হবে সন্দেশ নিয়ে এবার বাজার ধরার খেলায় মিষ্টান্ন ব্যবসায়ীরা।
Published at : 08 Mar 2021 08:26 PM (IST)
আরও দেখুন






















