ব্রিগেডে আক্রমণাত্মক মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মমতাকে কটাক্ষ করে মোদি বলেছেন, 'রাগের মাথায় আমায় কখনও রাবণ, দানব, দৈত্য, গুণ্ডা বলছেন। দিদি এত রাগ কেন? কথায় কথায় গালাগাল, এত রাগ কেন দিদি?’
2/6
মোদি বলেছেন, ‘ভয় পাবেন না, নির্ভয়ে বিজেপিকে ভোট দিন। কুশাসনের বিরুদ্ধে ভোট দিন। বাংলার উন্নয়নের স্বার্থে ভোট দিন।'
3/6
মোদি বলেছেন, ‘বাংলার সরকার আটকে দিচ্ছে, কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিতে চাই। আয়ুষ্মান ভারতের মাধ্যমে বাংলার মানুষের সেবা করতে চাই। ‘এবার বলুন, বন্ধুত্ব চান, না তোলাবাজি। আমার বন্ধুত্বে ভয় পেয়ে বলতে শুরু করেছেন খেলা হবে। ‘সত্যিই আপনারা অনেক বড় খেলোয়াড়। বাংলার মানুষকে লুঠ করেছেন। মানুষের জীবন নিয়ে আপনারা খেলা করেছেন।’
4/6
ব্রিগেড মঞ্চে নরেন্দ্র মোদিকে উত্তরীয় পরালেন মিঠুন চক্রবর্তী। অভিনেতা জানান, তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল।
5/6
মোদির অভিযোগ, মাটির নামে এখন বাংলায় সিন্ডিকেট চলছে। তিনি বলেছেন, বাংলা এখন এক স্বরে বলছে ‘আর নয় অন্যায়’।
6/6
'বাংলার লক্ষ লক্ষ ভাইপো-ভাইঝির আশাপূরণ না করে নিজের ভাইপোর শুধু উন্নতি কেন করলেন? কংগ্রেসের পরিবারতন্ত্রের পথেই আপনি কেন হাঁটলেন,' ঝাঁঝালো সুরে বলেছেন মোদি।