এক্সপ্লোর
Anjan Dutt: অঞ্জন দত্তের এবার খুনের রহস্য সমুদ্রে, নতুন সিরিজে কোন ভূমিকায় কে কে?
Anjan Dutt New Web Series: ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে অঞ্জন দত্তের ওয়েব সিরিজ মার্ডার বাই দ্য সি। আগামী মাসেই মুক্তি পাবে এই ছবি।
মার্ডার বাই দ্য সি
1/10

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে মুখ ব্যাজার করে ছবি পোস্ট করছিলেন কিছু তারকারা। তাঁরা নাকি বাড়িতে বসে বিরক্ত হচ্ছে। কোথাও যাওয়ার জায়গাই নেই। এমনকি অনুরাগীদের কাছে প্রত্যেকেই প্রশ্ন রেখে ফেলেছিলেন, 'কোথায় যাওয়া যায় বলুন তো?' তবে সেই পোস্টের শেষে 'মার্ডার বাই দ্য সি' হ্যাশট্যাগ রহস্য বাড়াচ্ছিল বই কি!
2/10

অবশেষে সেই রহস্য উন্মোচন করল প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)। 'হইচই'-এর (Hoichoi) ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে অঞ্জন দত্ত (Anjan Dutt)-এর ওয়েব সিরিজ মার্ডার বাই দ্য সি (Murder By The Sea)। আর এই ছবিতে যাঁরা যাঁরা অভিনয় করছেন, ব্যাগপত্র গুছিয়ে তাঁরা নাকি পাড়ি দিয়েছেন পুরীতে!
Published at : 29 Jul 2022 08:18 AM (IST)
আরও দেখুন






















