এক্সপ্লোর
Serial Update: শ্যামলী-অনিকেতের বিয়ের ঘটনায় নতুন চমক ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'-তে
Bengali Serial News: এর আগে ধারাবাহিকে দেখানো হয়েছে, কিঞ্জল শ্যামলীকে প্রেম প্রস্তাব দিলেও তাতে রাজি হয় না শ্যামলী। কিঞ্জল জেদ ধরে, শ্যামলী উত্তর না দিলে, সে নদীর ওপর পাথরের ধারেই দাঁড়িয়ে থাকবে
মাকে বাঁচাতে শ্যামলীকে বিয়ে করবে অনিকেত? কোন মোড় নেবে ধারাবাহিকের গল্প?
1/10

ধারাবাহিক (Bengali Serial) 'কোন গোপনে মন ভেসেছে'-তে নতুন মোড়। কিঞ্জলকে হত্যার দায় এসে পড়ে শ্যামলীর ওপর।
2/10

ইচ্ছা করেই, নিজেদের বাঁচাতে, শ্যামলীকে ফাঁসাতে চায় অরুণাভ ও তৃষা। ইতিমধ্যেই অনিকেত জানতে পারে, ব্যারেজে কিছু যান্ত্রিক গন্ডোগোলের কারণেই জল এসে পড়েছিল আচম্বিতে আর তাতেই মৃত্যু হয়েছে কিঞ্জলের। শ্যামলীর সঙ্গে আদৌ এর কোনও যোগ নেই।
Published at : 23 Jan 2024 05:12 PM (IST)
আরও দেখুন






















