স্ক্রিনে তাঁর উপস্থিতি মানেই পেটে খিল ধরে যাওয়া হাসি। নিজের স্বতঃস্ফূর্ত অভিনয়ের তিনি মাত করে রাখেন আট থেকে আশি সবাইকে। আজ ৫০ বছরে পা দিলেন বলিউডের অন্য়তম কমিডিয়ান রাজপাল যাদব।
2/8
'ভুল ভুলাইয়ায়' ছবিতে রাজপাল যাদবের অভিনয় মন কেড়েছিল আপামর দর্শকের। জানেন কী, রাজপাল যাদব কেরিয়ার শুরু করেছিলেন দূরদর্শনের একটি ধারাবাহিকের কাজ দিয়ে।
3/8
রাজপাল যাদবকে কি নেতিবাচক অভিনেতা হিসাবে ভাবতে পারেন? জানেন নেতিবাচক চরিত্রে অভিনয় করেই তাঁর কেরিয়ার শুরু হয়েছিল। তবে তিনি শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে কমেডিই তাঁর আসল আসক্তি।
4/8
রাজপাল যাদব ২০০৩ সালে রাধা যাদবকে বিয়ে করেছিলেন। কানাডায় যখন তিনি একটি চলচ্চিত্রের শ্যুটিংয়ের জন্য গিয়ে রাধার সঙ্গে তাঁর দেখা হয়েছিল। রাধা, রাজপাল যাদবের থেকে ৯ বছরের ছোট এবং এক ইঞ্চি লম্বা। রাজপাল ও রাধার একটি মেয়েও আছে।
5/8
রাজপাল যাদব 'জঙ্গল' ছবির জন্য় ‘সানসুই স্ক্রিন অ্যাওয়ার্ড’পেয়েছিলেন। পাশাপাশি পরবর্তী সময়ে তাঁকে ‘জনপদ রত্ন পুরষ্কার’দিয়েও ভূষিত করা হয়। এছাড়াও একাধিক অ্য়াওয়ার্ড রয়েছে তাঁর পুরস্কারের ঝুলিতে।
6/8
তাঁর ছেলেবেলা অত্য়ন্ত অর্থকষ্টের মধ্য়ে দিয়ে কেটেছিল। একবার নিজের দাদার থেকে ১ টাকা নিয়ে লটারির টিকিট কিনেছিলেন রাজপাল। দাদা জানতে পেরে ভাইকে বকাবকিও করেন। পরে জানা যায়, লটারিটি ৬৫ টাকা জিতেছে।
7/8
হলিউড ছবি 'ভোপাল: আ প্রেয়ার ফর রেইন' ছবিতে অভিনয় করেছেন এই বলিউড অভিনেতা। মার্টিন শেনের মতো অভিনেতা বিপরীত অভিনয় তাঁর জীবনের অন্য়তম সেরা প্রাপ্তি।
8/8
টাকার অভাবে স্কুল থেকে বাড়ি যেতে একবার ৬৫ কিলোমিটার সাইকেল চালিয়েছিলেন রাজপাল যাদব। আর বর্তমানে বলিউডের তিনি একজন প্রতিষ্ঠিত অভিনেতা। তাঁর মত একজন প্রতিভাবান অভিনেতাকে পেয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি গর্বিত।