পাত্র মুম্বইয়ের বাসিন্দা ব্যবসায়ী বৈভব রেখি। একাধিকবার দিয়া এবং বৈভবকে দেখা গিয়েছে পাপারাৎজির ক্যামেরার সামনে। বিয়ের আগেও অন্যথা হল না।
3/10
বিয়ের আচার অনুষ্ঠানের মধ্যেই মেহেন্দি পরে ছবি শেয়ার করেছিলেন রেহেনা হে তেরে দিলে মে-র অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, মেহেন্দি পরে বেশ ভাল লাগছে।
4/10
লাল রঙা শাড়িতে এদিন সবার নজর কেড়েছেন কনে দিয়া।
5/10
হালকা মেক আপের সঙ্গে ছিল কুন্দনের গয়না।
6/10
বৈভবের পরনে ছিল মানানসই সাদা পোশাক।
7/10
শুক্রবার ব্রাইডাল শাওয়ারেরে ছবি শেয়ার করেছিলেন। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাদা রঙের গাউন পরেছিলেন তিনি।
8/10
এদিন সাংবাদিকদের নিজে হাতে মিষ্টি খাওয়ান দিয়া।
9/10
শুধু তাই নয়, বিয়ের অনুষ্ঠানের আগে পোজ দিলেন ক্যামেরার সামনে।
10/10
দিয়া মির্জার মতো এটাও বৈভবের দ্বিতীয় বিয়ে। এর আগে যোগব্যায়াম প্রশিক্ষক সুনয়না সিংহের সঙ্গে বিয়ে হয় দিয়ার। ২০১৪ সালে সাহিল সঙ্ঘের সঙ্গে বিয়ে হয় দিয়ার। বিয়ের চার বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। ২০১৯ সালে ডিভোর্স হয় দিয়া এবং সাহিলের।