আর রাবণের ভূমিকায় অভিনয় করবেন বাংলা সিনে ইন্ডাস্ট্রি তো বটেই মুম্বইয়েও কদর পাওয়া অভিনেতা রাজেশ শর্মা। রূপোলি পর্দার এই তারকারা ছাড়াও ‘অকাল বোধন’-এ অভিনয় করবেন একাধিক নাট্যব্যক্তিত্ব। অসুরের চরিত্রেই যেমন একজন নাট্যকর্মীকে দেখা যাবে।
2/7
সূত্রের খবর, ‘অকাল বোধন’-এর শ্যুটিং শেষ হয়েছে গত সপ্তাহে। এখন জোর কদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।
3/7
প্রথমবার দুর্গার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে মিমি বলেন, অতীতে তাঁর অনেক বন্ধুই এই চরিত্রে অভিনয় করেছেন। তিনি আপ্রাণ চেষ্টা করেছেন নিজের সেরাটা উজাড় করে দেওয়ার। চিত্রনাট্য খুটিয়ে পড়া থেকে প্রয়োজনীয় নৃত্যশৈলী, বিশেষ করে দুর্গার শরীরী ভঙ্গি এবং আদবকায়দা রপ্ত করতে কোনও রকম খামতি তিনি রাখেননি। সবটাই করেছেন চূড়ান্ত পেশাদারিত্বের সঙ্গে।
মিমির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মধুমিতা সরকার। তাঁকে দেখা যাবে সীতার চরিত্রে।
6/7
আগামী ১৭ সেপ্টেম্বর বাংলার একটি জনপ্রিয় টিভি চ্যানেলে ভোরবেলায় ‘অকাল বোধন’ নামে যে মহালয়ার অনুষ্ঠান সম্প্রচারিত হবে, তার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। তাঁর পরিচালনাতেই প্রথমবার দুর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীকে।
7/7
রামের চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পরিচিত মুখ জিতু কমল।