এক্সপ্লোর
Sushmita with Rohman: ভেঙেছে সম্পর্ক, ফিরে দেখা সুস্মিতা-রহমানের সুখের দিন
রহমান শলের সঙ্গে সুস্মিতা সেন
1/10

চলতি বছরের শুরু থেকেই রহমান শলের (Rohman Shawl) সঙ্গে অভিনেত্রীর সম্পর্কে ভাঙনকে কেন্দ্র করে গুঞ্জন শোনা যেতে থাকে। শোনা যাচ্ছিল, বর্তমানে আর রহমান সলের সঙ্গে সম্পর্কে নেই বিশ্বসুন্দরী। অবশেষে সম্পর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন সুস্মিতা সেন।
2/10

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে রহমান শলের সঙ্গে বাঙালি সুন্দরী সুস্মিতা সেন একটি ছবি শেয়ার করেছেন। তার সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। আমরা বন্ধুই আছি। সম্পর্ক অনকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। ভালোবাসাটা পড়ে রয়েছে।'
3/10

সুস্মিতা সেনের এই পোস্টে কমেন্টে উত্তর দিয়েছেন রহমান শলও। তিনি কমেন্টে বিশ্বসুন্দরীকে লিখেছেন, 'সবসময়'।
4/10

শোনা যায়, ২০১৮ সাল থেকে রহমান শলের সঙ্গে ডেটিং শুরু করেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তাঁরা যে এক বাড়িতে থাকতেনও, সেকথাও অজানা নয় অনুরাগীদের।
5/10

রহমানের সঙ্গে সুস্মিতা সেনের দুই কন্যারও সম্পর্ক অত্যন্ত ভালো। অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডল জুড়ে থাকে, সেই সব মধুর দিনের ছবি।
6/10

সূত্রের খবর, সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেত্রীর বাড়িতেও নাকি আর থাকেন না রহমান।
7/10

বিভিন্ন সময়ে রহমানের সঙ্গে দুই কন্যাকে নিয়ে হাসি মুখে বিভিন্ন ছবিতে পোজ দিতে দেখা গিয়েছে সুস্মিতা সেনকে। তাঁর সম্পর্ক ছেদের খবরে মন খারাপ অনুরাগীদের।
8/10

সুখের সময়ের একটি হাসি মুখের ছবি পোস্ট করে সম্পর্ক ভেঙে যাওয়ার কথা জানালেন সুস্মিতা সেন। তাঁর সঙ্গে রহমান শলের সম্পর্ক যে 'অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে', তা বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী।
9/10

আর তাঁরা যেমন বন্ধু হিসেবে সম্পর্ক শুরু করেছিলেন আর বন্ধু হিসেবেই চিরকাল থেকে যাবেন, তাও জানিয়ে দিলেন।
10/10

আগে নানা সময়ে একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় দেখা পাওয়া গেলেও দীর্ঘদিন ধরে তাঁরা প্রকাশ্যে একসঙ্গে আসছিলেন না। তা থেকেই গুঞ্জন আরও স্পষ্ট হয়।
Published at : 23 Dec 2021 08:47 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















