গ্ল্যামারাস আউটফিট আর স্টাইল স্টেটমেন্টে সারাক্ষণই খবরে থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। তাঁর স্টাইল স্টেটমেন্ট বলিউডের অন্দর থেকে অনুরাগীদের কাছেও খুবই জনপ্রিয়।
2/6
মালাইকা অরোরা যখনই বাইরে কোথাও যান, তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নজর কাড়ে। এবারও তেমনই আউটফিটে দেখা গেল অভিনেত্রীকে।
3/6
সম্প্রতি এক সালোঁ থেকে বেরনোর সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন মালাইকা অরোরা। অভিনেত্রীর পরনে ছিল সবুজ রঙের পোশাক।
4/6
ফ্লোরাল প্রিন্টের টপের সঙ্গে একই প্রিন্টের শর্টে মোহময়ী হয়ে উঠেছিলেন মালাইকা। পোশাকের সঙ্গে মানানসই করে অভিনেত্রী পায়ে ছিল স্নিকার্স।
5/6
সোশ্যাল মিডিয়ায় মালাইকার এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের কমেন্টে ভরে গিয়েছে। তাঁর রূপ দেখে নতুন করে শ্বাস নিতে পারছেন, বলেও মন্তব্য করেছেন বহু নেট নাগরিক।
6/6
প্রসঙ্গত, কয়েকদিন আগেই গু়ব রটেছিল অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে নাকি ব্রেক আপ হয়েছে মালাইকা অরোরার। কিন্তু সমস্ত গুজবে জল ঢেলে তারপরই লাঞ্চ ডেটে যেতে দেখা যায় দুই 'লভ বার্ড'কে।