এক্সপ্লোর
Rakhi Sawant:স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক রাখী!
Entertainment:ঠকাচ্ছেন স্বামী, চাঞ্চল্যকর অভিযোগ রাখী সবন্তের। বৃহস্পতিবার, মুম্বইয়ে জিম থেকে বেরোনোর সময় সাংবাদিকদের বলি-অভিনেত্রী বলেন, 'ওঁর ইন্ড্রাস্টিতে আসার দরকার ছিল। তাই আমাকে ব্যবহার করেছে।'
স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক রাখী!
1/8

ঠকাচ্ছেন স্বামী, চাঞ্চল্যকর অভিযোগ রাখী সবন্তের। বৃহস্পতিবার, মুম্বইয়ে জিম থেকে বেরোনোর সময় সাংবাদিকদের বলি-অভিনেত্রী বলেন, 'ওঁর ইন্ড্রাস্টিতে আসার দরকার ছিল। তাই আমাকে ব্যবহার করেছে।'
2/8

সঙ্গে জানান, অন্য মহিলার সঙ্গে সম্পর্কও রয়েছে আদিল দুরানির।
3/8

আইনি মতে ২০২২ সালের মে মাসে আদিলের সঙ্গে বিয়ে সেরেছিলেন রাখী। যদিও তা প্রকাশ্যে আসে চলতি বছরের গোড়ার দিকে।
4/8

তার পর থেকেই বিয়ে নিয়ে নানা রকম সমস্যার কথা শোনা গিয়েছে বলিউডের একসময়ের ডাকসাইটে 'আইটেম ডান্সার'-র মুখে।
5/8

বলেন, 'বিয়ে কোনও ছেলেখেলা নয়। আমার বিবাহিত জীবনে কেন কেউ হস্তক্ষেপ করবে?'
6/8

এবার চাঞ্চল্যকর অভিযোগ। তাঁর দাবি, স্বামী আদিল দুরানির অন্য় মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে।রাখীর কথায়, 'ও একটা মিথ্যেবাদী। ধর্মগ্রন্থ ছুঁয়ে আমাকে বলেছিল, ওই মহিলাকে ব্লক করে দেবে। করেনি।'
7/8

রাখীর কথায়, 'ও একটা মিথ্যেবাদী। ধর্মগ্রন্থ ছুঁয়ে আমাকে বলেছিল, ওই মহিলাকে ব্লক করে দেবে। করেনি।'
8/8

নিজের অভিযোগ, ক্ষোভ ও আক্ষেপ সাংবাদিকদের সামনে উগরে রাখী কিছু আর্জিও জানিয়েছেন বৃহস্পতিবার। তাঁর কথায়, 'দয়া করে আদিলের কোনও ইন্টারভিউ নেবেন না, ওঁকে তারকা বানাবেন না।' (ছবি:RAKHI SAWANT INSTAGRAM)
Published at : 03 Feb 2023 01:26 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















