জন্ম থেকেই তাকে ঘিরে উৎসাহের শেষ নেই। ইতিমধ্যেই নেটদুনিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুত্র ইউভান। তার নামে রয়েছে একাধিক ফ্যানপেজও।
2/7
আজ সোশ্যাল মিডিয়ায় ইউভানের কিছু ছবি শেয়ার করেন শুভশ্রী। সেখানে দেখা গিয়েছে, দু হাতে ধরে আম খেতে ব্যস্ত ইউভান। তার মুখে জামায় আম লেগে মাখামাখি।
3/7
মিষ্টি এই ছবিগুলি শেয়ার করে শুভশ্রী লেখেন, 'আমের মরসুম'। আমে মজে থাকা ইউভানের অবশ্য খেয়াল নেই মায়ের দিকেও।
4/7
সোশ্যাল মিডিয়ায় ইউভানের এই ছবি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। আর ইউভান? সে কার্যত হিমসিম আমকে কবজা করতে।
5/7
সম্প্রতি ইউভানের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে ছোট্ট ইউভান। আর ক্যামেরায় ইউভানের উদ্দেশ্যে রাজ বলছেন, বাবা এতদিন বাড়ি ছিল না। তাই বাবা যা অত্যাচার করবে তোমায় সব সহ্য করতে হবে।' বলেই রাজ ইউভানকে আদর করছেন। আর ছোট্ট ইউভান প্রথম হতভম্ব, তারপরেই হেসে উঠছে বাবার আদর খেয়ে। এতদিন পর দেখা বাবা ছেলের। আনন্দে আত্মহারা দুজনেই।
6/7
টলিউডের অন্যতম হিট জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু এখন তাঁদের জীবন জুড়ে কেবলই একরত্তি ইউভান। দম্পতির সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে ইউভানের বিভিন্ন খুনসুটি। ইউভানের নামে রয়েছে একাধিক ফ্যানপেজ। তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়।
7/7
ছবি সৌজন্যে: শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ইনস্টাগ্রাম পেজ