এক্সপ্লোর
Mothers Day Tollywood: লন্ডন থেকে এল কেক, কেউ বা প্রথম প্রকাশ্যে আনলেন সন্তানের ছবি.. টলিউডের মাদার্স ডে
Mothers Day Photos: একঝলকে দেখে নেওয়া যাক, টলিপাড়ার মায়েদের দিন উদযাপন।
একঝলকে দেখে নেওয়া যাক, টলিপাড়ার মায়েদের দিন উদযাপন।
1/10

আজ মাদার্স ডে। সোশ্যাল মিডিয়ায় মায়েদের সঙ্গে মিষ্টি মুহূর্ত শেয়ার করে নিলেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। কেউ বা শোনালেন মা হয়ে ওঠার গল্প। একঝলকে দেখে নেওয়া যাক, টলিপাড়ার মায়েদের দিন উদযাপন।
2/10

আজকের মাতৃদিবসের সবচেয়ে চর্চিত ছবি বোধহয় এটাই। সোশ্যাল মিডিয়ায় জন্মের ৩ বছর পরে প্রথমবার ছেলে ঈশানের ছবি প্রকাশ্যে আনলেন নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ করতেই তা ভাইরাল হয়ে যায়।
3/10

ছোটবেলার ছবি দেখে অভিনেতাকে চেনাই দায়। সোশ্যাল মিডিয়ায় মা-বাবার সঙ্গে ছোটবেলা ও বড়বেলার ছবি ভাগ করে নিলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী।
4/10

তবে কেবল নিজের মা-বাবা নন, সোহমের নিজেরও দুই পুত্রসন্তান রয়েছে। মাতৃদিবসে দুই সন্তান ও স্ত্রীয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সোহম।
5/10

মা এবং 'মায়ের মতোই ভাল' যাঁরা, তাঁদের সবার সঙ্গেই মাতৃদিবসে ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। সোশ্যাল মিডিয়ায় তাঁর একগুচ্ছ ছবি দেখে খুশি অনুরাগীরা।
6/10

তাঁর দুই মা। নিজের মা ও প্রেমিকা কৌশানীর মায়ের সঙ্গে একসঙ্গে ছবি প্রকাশ করে অনুরাগীদের মাতৃদিবসের শুভেচ্ছা জানালেন অভিনেতা বনি সেনগুপ্ত।
7/10

তখন তাঁর বয়স খুব অল্প। এই অভিনেতাকে চিনতে পারছেন কী? মায়ের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়
8/10

সদ্য মায়ের সঙ্গে বৃন্দাবন ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মায়ের সঙ্গে একগুচ্ছ ছবির সিরিজ শেয়ার করে মাদার্স ডে-তে সমস্ত মায়েদের শুভেচ্ছা জানিয়েছেন মিমি চক্রবর্তী।
9/10

তিনি চিরকালই মায়ের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।
10/10

মেয়ে লন্ডনে, তবু বিশেষ উপহার এল মায়ের জন্য। মাতৃদিবসে মা ডোনা গঙ্গোপাধ্যায়ের জন্য চকোলেট কেক পাঠালেন সৌরভ-কন্যা সানা গঙ্গোপাধ্যায়।
Published at : 12 May 2024 09:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























