Palak Muchhal Birthday: জন্মদিনে পলক মুচ্ছলের সেরা গানের তালিকা
By : abp ananda | Updated at : 30 Mar 2022 08:51 PM (IST)
পলক মুচ্ছল
1/10
আজ জন্মদিন জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছলের। এক নজরে দেখে নেওয়া যাক তাঁর গাওয়া সেরা গানের তালিকা।
2/10
বহু বলিউড ছবিতে গান গেয়েছেন পলক মুচ্ছল। যদিও তিনি বেশি জনপ্রিয় হন 'আশিকি টু' ছবির 'চাহু ম্যায় ইয়া না' গানটির জন্য। শ্রদ্ধা কপূরের ঠোঁটে এই গান ব্যাপক জনপ্রিয়তা পায়।
3/10
'আর রাজকুমার' ছবির একটি গান বেশ জনপ্রিয় হয়। 'ধোকাদারি'। এই গানে অরিজিৎ সিংহের সঙ্গে ডুয়েট গান পলক মুচ্ছল।
4/10
সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে 'খামোশিয়া' ছবিতে গান গেয়েছেন পলক। 'বাতে ইয়ে কভি না' গানের ফিমেল ভার্সনে তাঁর গলা শোনা যায়।
5/10
'প্রেম রতন ধন পায়ো' ছবির জনপ্রিয় গান 'আজ উনসে মিলনা হ্যায় হামে' হোক কিংবা 'যব তুম চাহো'। দুটো গানই গেয়েছেন পলক।
6/10
মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক 'এম এস ধোনি - দ্য আনটোল্ড স্টোরি'র জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। এই ছবির জনপ্রিয় গান 'কৌন তুঝে ইউ পেয়ার করেগা' পলক মুচ্ছলের গাওয়া।
7/10
বেশ কিছু বাংলা ছবিতেও গান গেয়েছেন পলক মুচ্ছল। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে 'কি করে তোকে বলব' ফিমেল ভার্সন গেয়েছেন তিনি।