বড় পর্দায় আসতে চলছে রুহি। চলতি সপ্তাহে মুক্তি পাবে রাজকুমার রাও এবং জাহ্নবী কপূর অভিনীত এই ছবি। দীর্ঘ বিতর্কের এই ছবি মুক্তি পাওয়ায় খুশি কলাকুশলীরা।
2/8
আগামীকাল মুক্তি পাচ্ছে এই ছবি। গতকাল, মুম্বইয়ে এই ছবির স্পেশাল স্ক্রিনিং হয়। কালো এবং ছাই রঙা পোশাকে এদিন দেখা যায় রাজকুমার রাওকে।
3/8
ছালাঙ্গ ছবিতে রাজকুমার রাওয়ের সহ অভিনেত্রী নুসরত ভারুচা লাইমলাইটে ছিলেন।
4/8
গত বছর মার্চ মাসে মুক্তি পায় দীনেশ ভিজান প্রযোজিত আঙরেজি মিডিয়াম। কিন্তু করোনার জেরে বক্স অফিসে তেমনভাবে চলেনি ওই ছবি। এবছর মার্চে রুহি ছবি নিয়ে বেশ আশাবাদী তিনি।
5/8
এদিনের স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন মির্জাপুরের তারকা আলি ফজল। জ্যাকেট এবং কার্গো প্যান্ট পরেছিলেন তিনি। একইসঙ্গে বরুণ ধাওয়ান এবং পঙ্কজ ত্রিপাঠী ছিলেন এই স্ক্রিনিং।
নীল রঙা পোশাকের সঙ্গে স্লিং ব্যাগ সঙ্গে নিয়ে এই স্ক্রিনিংয়ে যান দঙ্গল অভিনেত্রী ফাতিমা সানা শেখ। অনুরাগ কাশ্যপের লুডো ছবিতে রাজকুমার এবং ফতিমাকে একসঙ্গে দেখা যায়।
8/8
জাহ্নবী কপূরের বাবা বনি কপূরও এদিন উপস্থিত হয়েছিলেন মেয়ের ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে।